• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ কেউ হতাশ হবেন না: প্রধানমন্ত্রী ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী

গাছের পাতাকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর লুটপাট

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৯  

বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের কায়েতমারা গ্রামে ঝরে পড়া গাছের পাতা নেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ সময় প্রতিপক্ষের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। সংঘর্ষে দুই নারীসহ ১০ জন আহত হয়েছেন। এ সময় ঘরের টিভি, ফ্রিজসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়। সেই সঙ্গে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কায়েতমারা গ্রামের নূরু হাওলাদারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নূরু হাওলাদারের স্ত্রী শাহানুর বেগম, মেয়ে হাফিজা বেগম, ছেলে সাগর হাওলাদার, ইমন হাওলাদার ও সরোয়ার হোসেনসহ ১০ জন আহত হন। পুলিশ আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করলে শাহানুর বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান।

স্থানীয় বাসিন্দারা জানান, কায়েতমারা গ্রামের হানিফের মেয়ে এবং রশিদ সরদারের স্ত্রী ডালিয়া বেগম রান্না করার জন্য পাশের বাড়ির নূরু হাওলাদারের বাগান থেকে ঝরে পড়া গাছের পাতা কুড়িয়ে নেন। নূরু হাওলদারের মেয়ে হাফিজা বেগম তাদের পাতা নেয়ার বিষয়ে ডালিয়া বেগমের কাছে জানতে চাইলে উভয়ের মধ্যে কথার কাটাকাটি হয়। কথার কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় ডালিয়া বেগমের স্বামী রশিদ সরদার, ভাই শরীয়ত উল্লাহ ক্ষিপ্ত হয়ে ২০-২৫ জন লোক ও দেশীয় অস্ত্র নিয়ে নূরু হাওলাদারের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি-ঘর, টিভি-ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন।

এতে নূরু হাওলাদারের স্ত্রী শাহানুর বেগম, মেয়ে হাফিজা বেগম, ছেলে সাগর হাওলাদার, ইমন হাওলাদার ও সরোয়ার হোসেন বাধা দিতে গেলে হামলাকারীরা তাদেরকে পিটিয়ে আহত করেন। একপর্যায়ে হামলাকারীরা শাহানুর বেগমের বাম পা ভেঙে দিলে সাগর, ইমন ও সরোয়ার প্রাণ বাঁচাতে চিৎকার শুরু করেন।

সংবাদ পেয়ে মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদ আহমেদ তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের নিয়ন্ত্রণ করেন। এ সময় হামলার সঙ্গে জড়িত থাকায় হানিফের মেয়ে ডালিয়া বেগম, ডালিয়ার শাশুড়ি মমতাজ বেগম ও সুফিয়া বেগমসহ চাজনকে আটক করে মুলাদী থানায় নিয়ে যায়।

 

পাশাপাশি আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করলে শাহানুর বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান।

মুলাদী থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার বলেন, ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নূরু হাওলাদারের মেয়ে হাফিজা বেগম বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।’’