• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ কেউ হতাশ হবেন না: প্রধানমন্ত্রী ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী

আগৈলঝাড়ায় র‌্যাব-পুলিশের অভিযানে গ্রেফতার ৮

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯  

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ 

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা, গাঁজাসহ ৮ জন গ্রেফতার। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র‌্যাব ও পুলিশ বাদী হয়ে পৃথক মামলা দায়ের করেছে। 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, পুলিশ রবিবার রাতে অভিযান চালিয়ে উত্তর শিহিপাশা গ্রামের আফতাব ফরিয়ার ছেলে মামুন ফরিয়া (৩৫)কে বারপাইকা বাজার থেকে ৮৫পিচ ও তার অপর সঙ্গী মাদক ব্যবসায়ি রাংতা গ্রামের বারেক খলিফার ছেলে শাহীন খলিফা (২৫) ১৭পিচ সহ মোট ১০২পিচ ইয়াবাসহ এসআই তৈয়বুর রহমান গ্রেফতার করেন। এঘটনায় এসআই তৈয়বুর রহমান বাদী হয়ে ওই রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই জনকে আসামী করে মামলা দায়ের করেন, নং-৮(১৫.১২.১৯)। 

 অপরদিকে বরিশাল র‌্যাব-৮ সদস্যরা আগৈলঝাড়া উপজেলার মুড়িহার গ্রামের মনির হাওলাদারের একতলা ভবনে মাদক ব্যবসায়িরা মাদক বেনা বেচার জন্য অবস্থান করার খবরে সেখানে অভিযান চালিয়ে ওই গ্রামের সৈয়দ আলী সরদারের ছেলে জাকির সরদার (৪২)কে আটক করে। আটক জাকিরের স্বীকারোক্তিতে খাটের নীচে বাজারের ব্যাগ থেকে প্রায় ২০ইঞ্চি লম্বা ছোড়া, ১৩ ইঞ্চি লম্বা চাপাতি, ১০ ইঞ্চি ৩টি ছোড়া ও সাড়ে আট ইঞ্চি ৩টি ছোড়া ও বিক্রির জন্য রাখা গাঁজা উদ্ধার করা হয়। 

এসময় জাকিরের বাড়ি থেকে দক্ষিন শিহিপাশা গ্রামের নূর মোহাম্মদ গাজীর ছেলে শামীম গাজী (২৭), গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে নিয়াজ মোর্শেদ (২৭), কসবা গ্রামের বাবুল সরদারের ছেলে ইমরান সরদার (১৯) ওই গ্রামের আহাদুল হাওলাদারের ছেলে রাইসুল ইসলাম (১৯) কে আটক করে। 

অস্ত্র উদ্ধারের ঘটনায় বরিশাল র‌্যাবের ডিএডি মো. মিজানুর রহমান বাদী হয়ে ও মাদক আইনে সোমবার মামলা দায়ের করেন, নং-১২(১৬.১২.১৯)। অন্যদিকে মাদক উদ্ধারের ঘটনায় র‌্যাব ডিএডি মো. জিল্লুর রহমান বাদী হয়ে সোমবার থানায় পৃথক মামলা দায়ের করেন, নং-৯ (১৬.১২.১৯)।

একই রাতে আস্কর কালীবাড়ি গ্রামের রুবেল হাজরার ছেলে টিটু হাজরা (১৮) কে চুরি মামলার আসামী হিসেবে গ্রেফতার করেছে এসআই তৈয়বুর রহমান। গ্রেফতারকৃতদের সোমবার বিকেলে আদালতে প্রেরন করেছে পুলিশ।