• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ কেউ হতাশ হবেন না: প্রধানমন্ত্রী ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী

আবারও ডিমের দামে উল্টো বাঁক

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২  

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে আবারও বেড়েছে ডিমের দাম। চার দিন আগেও যেখানে ডজন প্রতি ডিমের দাম ১১৫ থেকে ১২০ টাকা ছিল, সেখানে বর্তমানে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়।

বিক্রেতারা বলছেন, এই মুহূর্তে দাম বৃদ্ধির পেছনে যৌক্তিক কোনো কারণ না থাকলেও হঠাৎ করেই ডিম ব্যবসায়ী সমিতি দাম বাড়িয়েছে। উৎপাদন কিংবা সরবরাহে ব্যাঘাত না ঘটলেও ডিমের দাম বার বার বাড়ায় হতাশ ক্রেতারা। শুক্রবার (৯ সেপ্টেম্বর) একাধিক বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজার করতে আসা আব্দুল আজিজ নামের এক রিকশাচালক বলেন, মাছ-মাংসের দাম তো আগেই বেড়েছে, ডিমটাই আমাদের ভরসা ছিল, কিন্তু এটার দামও বেড়েছে। আমরা তাহলে খাব কী? কেন আবারও দাম বাড়ল? দিনে আমরা কয় টাকা রোজগার করি? এভাবে কী সংসার চালানো যায়?

মোহসীন কবির নামক আরেক বেসরকারি চাকরিজীবী বলেন, আজ এক ডজন ডিম কিনেছি ১৩০ টাকায়। গত সপ্তাহে কিনেছিলাম ১২০ টাকা দিয়ে। অল্প টাকা বেতনে ঢাকায় থাকা এখন দায় হয়ে গেছে।

বিক্রেতারা বলছেন, দাম বেড়ে গেলে সাধারণ মানুষের জন্যও যেমন সমস্যা, আমরাও ক্ষতির সম্মুখীন হই।

একটি সুপারশপে দেখা গেছে, প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩৫ টাকা করে। সুপারশপের ম্যানেজার নাহিদুল আলম ঢাকা পোস্টকে বলেন, গত চার দিন আগেও আমরা ১১৫ টাকা ডজন করে বিক্রি করেছি। কিন্তু আজ বলে দেওয়া হয়েছে ১৩৫ টাকা করে বিক্রি করতে।

দাম বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, কেন দাম বেড়েছে এটার কোনো কারণ আমাদের বলা হয়নি। এই মুহূর্তে দাম বাড়ার কোনো কারণও দেখছি না। যেহেতু বেশি দামে কিনে আনতে হয়েছে, বেশি দামেই বিক্রি করতে হবে। কিছুই করার নেই।

ডিম ব্যবসায়ী নূর ইসলাম বলেন, আজকে লাল ডিম (লেয়ার) ডজনপ্রতি ১৩০ টাকা আর সাদা ডিম বিক্রি করছি ১২০ টাকা করে। গত সপ্তাহে লাল ডিম বিক্রি করেছি ১১৫ টাকা থেকে ১২০ টাকা করে।

দাম বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, দ্বিতীয় দফায় দাম বাড়ার কোনো কারণ নেই। ডিম ব্যবসায়ী সমিতি সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে। ডিমের দাম নির্ভর করে সমিতির সভাপতি-সেক্রেটারির ওপর। তারা যখনই চায়, তখনই দাম বাড়ায়। এতে আমাদেরও ক্ষতি।

তিনি আরও বলেন, আনতে গিয়ে অনেক ডিম নষ্ট হয়ে যায়। দাম বেশি হলে ক্ষতির পরিমাণও বেড়ে যায়। তাছাড়া দাম বাড়র ফলে ক্রেতাও কমে যায়।

এর আগে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে ডিমের দাম লাগামহীনভাবে বেড়ে যায়। প্রতি ডজন ডিম ১৬৫ থেকে ১৭০ টাকায় উঠে। পাড়া-মহল্লার কোনো কোনো দোকানে তা ১৮০ টাকাতেও বিক্রি হয়। তবে বাজার নিয়ন্ত্রণে বাণিজ্যমন্ত্রীর ডিম আমদানির ঘোষণায় ডিমের দাম কমে ১২০ টাকায় নামে। সপ্তাহ না যেতেই আবারো বেড়েছে ডিমের দাম। ডজন প্রতি ১০ টাকা বেড়ে দাম হয়েছে ১৩০ টাকা।