• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ কেউ হতাশ হবেন না: প্রধানমন্ত্রী ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী

বাড়ছে নদ-নদীর পানি, আগাম বন্যার আশংকা

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২  

দিনদিন বেড়েই চলেছে সুনামগঞ্জের নদ-নদীর পানি। ২০ এপ্রিল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় আগাম বন্যার আশংকা করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে, যমুনা নদীর পানি বৃদ্ধিতে রংপুর ও সিরাজগঞ্জে হাজার হাজার একর জমির ফসল তলিয়ে যাওয়ায় বিপাকে কৃষকরা।

সুনামগঞ্জের যাদুকাটা, পুরাতন সুরমা, কুশিয়ারা নদীর পানি কিছু পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে। ২০ এপ্রিল পর্যন্ত বৃষ্টিপাতের কারণে আগাম বন্যারও আশংকা করছে পানি উন্নয়ন বোর্ড।

সুনামগঞ্জের ১১ উপজেলায় রয়েছে ফসল রক্ষা বাঁধ। তাই আগাম বন্যার খবরে বাঁধ মেরামতে দিনরাত পরিশ্রম করছেন হাওরপাড়ের কৃষকরা। কারণ, আর পনের দিন পরেই ঘরে উঠবে সোনালী ফসল।

স্থানীয় কৃষকরা জানান, “আগাম বন্যার খবরে আতঙ্ক বেড়েছে। ফসল রক্ষার জন্য বাঁধ মেরামত করছি।”

এদিকে গত ৭ দিনে কইয়ারবন, পুটিয়ার, কাংলা, নজরখালীবাধ, জালিয়া, চাপতির, চন্দ্রসোনারতাল, ডুবাইলসহ ১০টি বাঁধ ভেঙে তলিয়ে গেছে কয়েকটি হাওর। এছাড়া ছোট-বড় ১৩৭টি হাওর রয়েছে ঝুঁকিতে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মনসুরুর রহমান বলেন, “আগামী ২০ তারিখের মধ্যে আবার প্রবল বর্ষণ হতে পারে। যার জন্য বাঁধগুলোর মেরামত কাজ চলছে।”

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তার পানি বেড়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ১০টি গ্রামে তলিয়ে গেছে মিষ্টি কুমড়া, ধান, বাদাম ও সবজি ক্ষেত। কৃষি বিভাগ জানিয়েছে, তিস্তার পানি বৃদ্ধি পেলেও বিপদসীমা অতিক্রম করেনি।

কৃষকরা জানান, “ক্ষেতে আবার যে ফসল লাগব তার কোর উপায় নেই।”

এদিকে, সিরাজগঞ্জে যমুনায় হঠাৎ পানি বাড়ায় তলিয়ে গেছে চৌহালী, এনায়েতপুর, শাহজাদপুরের হাজার-হাজার একর জমির ফসল। দিশেহারা হয়ে পড়েছে এসব অঞ্চলের কৃষকরা।

এ অঞ্চলের কৃষকরা জানান, “এক রাতের মধ্যে পানি এসে চার-পাঁচশ’ বিঘা তলিয়ে গেল। সরকারের কাছে আবেদন যাতে আমাদের প্রতি যেন নজর দেয়।