• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ কেউ হতাশ হবেন না: প্রধানমন্ত্রী ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী

আগরতলায় বঙ্গবন্ধু জাদুঘর ও শহীদ মিনার স্থাপনের প্রস্তাব

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৯  

ভারতে ত্রিপুরার আগরতলায় বঙ্গবন্ধু জাদুঘর ও শহীদ মিনার স্থাপনে রাজ্যটির মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে প্রস্তাব দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আগরতলায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে তার সচিবালয়ে বৈঠক করেন তথ্যমন্ত্রী। এ বৈঠকে তিনি বঙ্গবন্ধু জাদুঘর ও শহীদ মিনার স্থাপনের প্রস্তাব দেন। এছাড়া দুই দেশের আমদানি-রফতানিতে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর যোগের প্রস্তাব কার্যকর করার বিষয়েও আলোচনা করেন তিনি।
 

প্রায় আড়াই ঘণ্টার এ বৈঠকের শুরুতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী তার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপত্য স্নেহের কথা স্মরণ করে বলেন, ‘তিনি আমাকে ত্রিপুরা সীমান্তে মাদক চোরাচালান বন্ধের জন্য বলেছিলেন। আমরা তা বাস্তবায়ন করেছি।’ এসময় আগরতলা-আখাউড়া রেলযোগাযোগ, বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যানচলাচল ব্যবস্থা, ত্রিপুরা-বাংলাদেশ সীমান্ত-পারাপার পণ্যপরিবহন সহজীকরণ, সীমান্ত হাট ব্যবস্থাপনার বিষয়ে দ্রুত অগ্রগতির ওপর জোর দেন তারা।
 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগরতলায় বঙ্গবন্ধু জাদুঘর প্রতিষ্ঠা ও আগরতলায় বাংলা ভাষাভাষীর সংখ্যাধিক্যের দিকে নজর দিয়ে একটি শহীদ মিনার স্থাপনে তথ্যমন্ত্রীর প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন মুখ্যমন্ত্রী। এর আগে এদিন সকালে আগরতলা-আখাউড়া রেলযোগাযোগ কাজের অগ্রগতি দেখতে নিশ্চিন্তপুর সীমান্ত পরিদর্শন করেন তথ্যমন্ত্রী। আগামী বছরের শেষ নাগাদ একাজ সম্পন্ন হবে বলে কর্মকর্তারা জানান।
 

তথ্যমন্ত্রীর সঙ্গে অতিরিক্ত সচিব ও চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার কিরিটি চাকমাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তার মুখ্য সচিব ড. ভেঙ্কটেশ ওয়ারলু, অতিরিক্ত মুখ্য সচিব কুমার অলক ও প্রিন্সিপাল সেক্রেটারিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তারা। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীর হাতে ‘বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী’ বইটির ইংরেজি সংস্করণের একটি কপি তুলে দেন।