• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
কেউ হতাশ হবেন না: প্রধানমন্ত্রী ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী

রাস্তায় গান গাওয়া নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত অর্ধশত

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তা দিয়ে গান গেয়ে বাড়ি ফেরাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে অর্ধশত জন আহত হয়েছেন। আহতদেরকে প্রাথমিকভাবে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। রোববারের (৫ এপ্রিল) এ ঘটনায় বিশিষ্টজনরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, করোনাভাইরাসের মতো দুর্যোগময় সময়েও বিএনপির দলীয় কোন্দল ও হট্টগোল থেমে নেই। এ কারণে তারা এমন ঘটনা ঘটিয়েছে।

দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বড়ইছড়া গ্রামে রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী, চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের বর্তমান সাংসদ আবদুস সাত্তার ভূঁইয়ার রাজনৈতিক গ্রুপের একজন সমর্থকের সঙ্গে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার ও সংরক্ষিত নারী আসনের সাংসদ রুমিন ফারহানা গ্রুপের সমর্থকদের রাস্তায় গান গেয়ে হেঁটে যাওয়া নিয়ে বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে উভয়পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় কমপক্ষে ৫০ জন আহত হন। শুধু তাই নয়, সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনাও ঘটে।

এ ব্যাপারে জানতে সাংসদ আবদুস সাত্তার ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সংঘর্ষের এ ঘটনা সম্পর্কে তিনি সরাসরি অবহিত নন। তবে শুনেছেন এরকম একটা ঘটনা ঘটেছে। এতে তার সমর্থক গোষ্ঠী জড়িত কিনা সে বিষয়েও তার কাছে বিস্তারিত তথ্য নেই। কিন্তু তথ্য পেলে তিনি ব্যবস্থা নেবেন বলে নিশ্চিত করেন।

অপরদিকে অভিযোগ অস্বীকার করে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা জানান, এ কাজ কোনভাবেই তার সমর্থকরা করতে পারেন না। কারণ তারা যথেষ্ট ভদ্র এবং সভ্য। যদি এমন কিছু হয়েও থাকে, তবে তা তার সমর্থকরা স্বপ্রণোদিত হয়ে করেনি। কারণ তারা তেমন প্রকৃতিরই নয়। তবে এটা হতে পারে, নিজেদের রক্ষা করতে গিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে।

এ বিষয়ে দেশের রাজনৈতিক বিশিষ্টজনরা বলছেন, দেশে যখন উদ্ভূত করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকার নিরলস কাজ করছে, তখন বিএনপি নেতাকর্মীরা মানুষের বিপদে তাদের পাশে না থেকে উপরন্তু নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত। এ থেকে সহজেই অনুমেয়, তারা কতোটা অর্বাচীন এবং জনকল্যাণবিরোধী।