• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ কেউ হতাশ হবেন না: প্রধানমন্ত্রী ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী

জঙ্গিবাদ থেকে ফিরতে চেয়েছিল চার তরুণ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২  

দেশের বিভিন্ন এলাকা থেকে নিরুদ্দেশ হওয়া তরুণরা পার্বত্য এলাকায় বিচ্ছিন্নতাবাদী গ্রুপ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় জঙ্গি প্রশিক্ষণ নিয়েছিল। নতুন জঙ্গি সংগঠন 'জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকস্ফীয়ার' সদস্য হয়ে তারা হিজরতের উদ্দেশ্যে ঘর ছাড়ে। তবে গহিন পার্বত্য এলাকার ক্যাম্প থেকে পালাতে চেয়েছিল চার তরুণ। হতাশ হয়ে তারা আর গোপন আস্তানায় থাকতে চায়নি। তবে শেষ পর্যন্ত ফিরে আসতে ব্যর্থ হয় ঘর-ছাড়া ওই চার তরুণ। পাহাড়ি এলাকায় তারা ধরা পড়ে কুকি-চিন ও জঙ্গি সংগঠনের অন্য সদস্যদের হাতে। এর পর তাদের ওপর চালানো হয় নির্যাতন। সম্প্রতি নতুন জঙ্গি সংগঠনের কয়েকজন সদস্যকে গ্রেপ্তারের পর এ তথ্য জানা গেছে।

জঙ্গিবিরোধী অভিযানে যুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা জানান, তরুণদের জঙ্গি সংগঠনে মগজ ধোলাই করার সময় তাদের অনেক স্বপ্ন দেখানো হয়। তবে কিছুদিন যাওয়ার পর অনেকের স্বপ্ন ভাঙে। তারা তখন বুঝতে পারে ভুল পথে তাদের নেওয়া হয়। এর পর তারা পালাতে চায়। নিরুদ্দেশ চার তরুণও আস্তানা থেকে পালাতে গিয়ে ধরা পড়ে।

সংশ্নিষ্ট সূত্র জানায়, আনসার আল হিন্দাল দুর্গম পাহাড়ে কেএনএফের ক্যাম্পে প্রশিক্ষণ শিবির স্থাপন করেছে। এর আগে র‌্যাবের পক্ষ থেকে কথিত হিজরতের নামে দেশের বিভিন্ন জেলা থেকে নিরুদ্দেশ হওয়া ৩৮ জনের

তালিকা প্রকাশ করা হয়। এর পর পাহাড়ে অভিযান চালানোর কথা জানায় র‌্যাব। সব মিলিয়ে নিরুদ্দেশ ৫৫ জঙ্গি পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ে প্রশিক্ষণ নিচ্ছে ও অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। এখনও পার্বত্য এলাকায় জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে র‌্যাব।

গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, কুকি-চিনের সদস্য সংখ্যা খুব বেশি নয়। তারা যেসব দাবি-দাওয়া কথা নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করছে তা অর্থহীন ও হাস্যকর। ক্ষুদ্র ক্ষুদ্র আরও কয়েকটি নৃগোষ্ঠীও তাদের সঙ্গে রয়েছে বলে দাবি করছে কুকি-চিন। তবে ওই নৃগোষ্ঠীর সদস্যরা বুঝতে পারছেন কুকি-চিন তাদের ব্যবহার করছে।

র‌্যাব ধারাবাহিক অভিযান চালিয়ে এখন পর্যন্ত এই সংগঠনের ১৯ জঙ্গিকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া কেএনএফের তিন সদস্যও ধরা পড়েছে। নতুন জঙ্গি সংগঠনের সদস্য হয়ে নিরুদ্দেশ হওয়া আরও অন্তত ৪০ তরুণকে গ্রেপ্তারে এখন পার্বত্য এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে র‌্যাব। এরই মধ্যে আনসার আল হিন্দালের নতুন আমিরসহ এই সংগঠনের শূরা সদস্যদের নামও সামনে এসেছে। র‌্যাব জানায়, নতুন জঙ্গি সংগঠনের আমিরের নাম আনিসুর রহমান মাহমুদ ওরফে তমাল।

সূত্র জানায়, ২০২১ সালের এপ্রিলে পাহাড়ি এলাকায় কুকি-চিনের ক্যাম্পে হিজরতকারীদের ১২ জনকে পাঠানো হয়েছিল। এর পর ওই বছরের নভেম্বরে ২০ জনের একটি গ্রুপ সেখানে যায়। এ ছাড়া ডিসেম্বরে গিয়েছিল ১৭ জনের আরেকটি দল। চলতি বছরের আগস্টে একটি গ্রুপ সেখানে পৌঁছে।