• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
কেউ হতাশ হবেন না: প্রধানমন্ত্রী ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী

অজিদের বিপক্ষে জয় বদলে দিতে পারে অনেক সমীকরণ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২১  

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় বদলে দিতে পারে অনেক সমীকরণ। অজিদের সেমির পথটা কঠিন হলেও বাংলাদেশের আগামী বিশ্বকাপের সুপার টুয়েলভ অনেকটাই নিশ্চিত হয়ে হবে। পরিবর্তন আসবে বাংলাদেশের টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও।

অনেক স্বপ্ন নিয়ে আসা বিশ্বকাপে, যা এখন পরিণত দুঃস্বপ্নে। প্রশ্ন উঠেছে দলের টি-টোয়েন্টি সামর্থ্য নিয়েও। দলে নেই লড়াইয়ের মানসিকতার কোনো ছাপ।

এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে দলগত বা ব্যক্তিগত কোনো অর্জনই নেই বাংলাদেশের। র‍্যাংকিংয়ের ৬-এ থেকে আসর শুরু করে টানা চার হারে বাংলাদেশ এখন র‍্যাংকিংয়ের ৯-এ আছে। টানা হারের প্রভাব শুধু যে র‍্যাংকিংয়ে পড়ছে তা নয়। আগামী বিশ্বকাপেও ভুগতে হতে পারে এর জন্য।

আইসিসির নিয়ম বলছে, এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন-রানার্সআপ দলসহ আসর শেষে র‍্যাংকিংয়ের শীর্ষ ৮ দল অস্ট্রেলিয়া বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে। শীর্ষ ১২'র বাকি চার দলকে প্রথম রাউন্ডের গণ্ডি পার হয়ে আসতে হবে।

এবার প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের বিপক্ষে হারে যে শঙ্কা তৈরি হয়েছিল আগামীতে অস্ট্রেলিয়াতেও প্রথম রাউন্ডের গণ্ডি পার করতে নিশ্চিতভাবেই বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে।

 তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা শুধু এবারের বিশ্বকাপের জন্য না, আগামী আসরের জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ।

 ৭৪৯৫ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের নবম স্থানে আছে মাহমুদউল্লাহর দল। ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৫ রেটিং বেশি পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে। অজিদের বিপক্ষে জয় বাংলাদেশকে তুলে নেবে সপ্তম স্থানে।

বিশ্বকাপে এর আগে চার দেখায় কখনোই অজিদের হারাতে পারেনি বাংলাদেশ দল। পরিস্থিতি কিংবা সামর্থ্য কোনোকিছুই পক্ষে নেই এবারো। তারপরও জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। শেষটা অন্তত হাসি মুখে হোক টিম টাইগার্সের।