• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
কেউ হতাশ হবেন না: প্রধানমন্ত্রী ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী

পৃথিবীর বাইরে থেকে রেডিও সিগনাল কারা পাঠাচ্ছে?

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৬ জুন ২০২২  

মহাকাশ থেকে রেডিও সিগন্যাল ভেসে আসছে- এমন কয়েকটি খবরে হইচই পড়ে গিয়েছিল চীনে। এখন তাদের দাবি, পৃথিবীর বাইরেও প্রাণ থাকতে পারে। কোটি কোটি আলোকবর্ষ দূর থেকে কারা যেন সংকেত পাঠাচ্ছে। রেডিও টেলিস্কোপে ধরা পড়ছে রহস্যময় আওয়াজ। ভিনগ্রহীরা কি তাহলে সত্যিই আছে? খবর দ্য ওয়ালের।

চীনের স্কাই আই টেলিস্কোপ বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ। চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, স্কাই আই-তে খুব কম তরঙ্গ দৈর্ঘ্যের সিগন্যাল ধরা পড়েছে। বেইজিং নরম্যাল ইউনিভার্সিটি, ন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল অবজার্ভেটরি ও চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্স, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এ গবেষণা চালাচ্ছেন।

বেইজিং নরম্যাল ইউনিভার্সিটির শীর্ষ বিজ্ঞানী ঝ্যাং টোনজি বলেছেন, আগে যে সিগন্যালের কথা বলা হয়েছিল এটা তার থেকে কিছুটা আলাদা। আবারও নতুন সিগন্যাল ধরা পড়েছে। কোথা থেকে ভেসে আসছে এ রেডিও বার্তা তা হন্যে হয়ে খোঁজ শুরু করেছেন বিজ্ঞানীরা। সিগন্যালের ধরন দেখে নাকি মনে হচ্ছে, ভিনগ্রহীদের থেকেই কোনো রহস্যময় সংকেত ভেসে আসছে।

চীনা বিজ্ঞানীরা জানিয়েছেন, মহাকাশের রহস্য দেখার জন্য স্কাই আই সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ। এর পরিধি প্রায় ১৬৪০ ফুট। ভিনগ্রহের ওপর নজরদারি করার জন্যই চীনের দক্ষিণপশ্চিমে গুইঝউ প্রদেশে এটি বসানো হয়। এর নজর এড়িয়ে যাওয়া খুব মুশকিল। স্কাই আই ধরেছে ন্যারো-ব্যান্ডের কোনো রেডিও বার্তা প্রায় ৩০০ কোটি আলোকবর্ষ দূর থেকে ভেসে আসছে। তবে এ প্রথম নয়। আগেও কয়েকবার এমন সিগন্যাল পেয়েছিলেন বিজ্ঞানীরা। ২০১৯ ও ২০২০ সালে এমন রেডিও সিগন্যাল ধরা পডে়ছিল। এ বছরে আবারও এমন রহস্যময় সংকেত পাওয়া যাচ্ছে।

এর থেকেই বিজ্ঞানীরা অনুমান করেছেন, হতেই পারে ভিনগ্রহীদের অস্তিত্ব আছে। এর আগে বৃহস্পতির চাঁদ (উপগ্রহ) জুনো (মহাকাশযান) থেকে রেডিও বার্তা ভেসে এসেছিল। তখনও বিষয়টা নিয়ে হইচই হয়েছিল। পৃথিবীর বাইরে প্রাণের খোঁজে এখন তুমুল হইচই হচ্ছে। তবে সত্যিই পৃথিবীর বাইরে প্রাণ আছে নাকি মহাকাশের সুপারনোভা বা ব্ল্যাকহোল থেকে কোনো মহাকর্ষীয় তরঙ্গ ভেসে আসছে সেটা বোঝার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।