• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
কেউ হতাশ হবেন না: প্রধানমন্ত্রী ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী

বিস্ফোরণ ও হামলার ষড়যন্ত্র: বিএনপি নেতা গ্রেফতার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২ নভেম্বর ২০১৯  

মানিকগঞ্জের সাটুরিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা ও বিস্ফোরণের পরিকল্পনার অভিযোগে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে বিএনপি-জামায়াতের ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিস্ফোরক ও নাশকতা মামলায় শুক্রবার বিকালে আব্দুল কুদ্দুছ খান মজলিশকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আবুল কালাম।

সাটুরিয়া থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার বরাইদের ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় পুলিশ ওই বিদ্যালয়ের মাঠ থেকে তাজা দুটি ককটেল উদ্ধার করে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান মিঞা জানান, ‘কিছুদিন ধরে বিএনপি-জামায়াত নেতারা গোপন বৈঠক করে আসছিল। তারা সাটুরিয়া উপজেলা গুরুত্বপূর্ণ স্থানে হামলার যড়যন্ত্র করছিল। বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের মাঠে বসে ককটেল তৈরি করে বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করে। গোপন সংবাদের ভিক্তিতে জেলা বিএনপির  যুগ্ম আহ্বায়ক ও সাটুরিয়া বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন ও স্থানীয় বিএনপি কর্মী মিজানুর রহমান খান মজলিশকে গ্রেফতার করে। তবে বাকি আসামিরা পালিয়ে যায়।’

বিস্ফোরক মামলায় আরও আসামি করা হয়েছেন সাটুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাটুরিয়া  সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাশার সরকার, সাবেক বালিয়াটী ইউপি চেয়ারম্যান ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, উপজেলা যুবদল ও ছাত্রদলসহ নামে ৩৩ জনকে আসামি করা হয়েছে। আর বেনামে ৪০ থেকে ৫০ জন নেতাকর্মীকে আসামি করা হয়।