• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
কেউ হতাশ হবেন না: প্রধানমন্ত্রী ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী

বানারীপাড়ায় মা ইলিশ রক্ষার জন্য মাঠে নেমেছেন এমপি

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯  

 


বানারীপাড়ায় সন্ধ্যা নদীর মা ইলিশ রক্ষা করার জন্য মাঠে নেমেছেন বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম। তিনি গত দু’দিন ধরে মা ইলিশ রক্ষা করার জন্য স্প্রিডবোড ও ট্রলার নিয়ে সন্ধ্যা নদীর দুই তীরের লোকজনকে সর্তক করছেন। 
অপরদিকে অপরিকল্পিত মৎস্য অভিযানের কারণে সন্ধ্যা নদীর ইলিশ নিধন বন্ধ করতে ব্যার্থ হচ্ছে উপজেলা মৎস্য অধিদপ্তর। এক্ষেত্রে অভিযান চলাকালিন সময় সন্ধ্যা নদীর মা ইলিশ রক্ষা করতে তাদের প্রয়োজনীয় জনবল সংকট ও নৌপথে যাতায়াতের জন্য প্রয়োজনীয় সংখ্যক ট্রলার এবং নদীর দুই তীরের ৬টি পয়েন্টে নজরদারী না থাকার কারণে মা ইলিশ নিধন রোধ করতে ব্যর্থ হচ্ছেন বলে এলাকার অভিজ্ঞ মহল ধারণা করছেন।
এ বিষয়ে জানা গেছে, ৯ অক্টোবর থেকে ইলিশ’র প্রজনন মৌসুমে এক টানা ২২ দিন ধরে মা ইলিশ ধরা ও বিক্রি করা এবং মজুদ রাখার ওপর সরকারী ভাবে নিধেধাজ্ঞা জারী করার পাশাপাশি ইলিশ নিধনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তির বিধান রাখা হয়েছে। এর পরেও জেলেরা নিশেধাজ্ঞা উপেক্ষা করে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের ছত্র-ছায়ায় সন্ধ্যা ও শাখা নদী থেকে সুযোগ পেলেই কারেন্ট জাল দিয়ে মা ইলিশ নিধন করছেন। এক্ষেত্রে উপজেলা মৎস্য অধিদপ্তরের অপরিকল্পিত মৎস্য অভিযানকে দায়ী করা হয়েছে। এ বিষয়ে নাম গোপন রাখার সর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, সন্ধ্যা নদীতে উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযান পরিচালনা করার সময় তাদের ট্রলার চলে যাওয়ার কিছুক্ষনের মধ্যেই জেলেরা পিছন থেকে জাল ফেলে মা ইলিশ নিধন করছেন। এক্ষেত্রে রাতের আধারে পাইকাররা তার কাছ থেকে বেশির ভাগ মা ইলিশ কিনে নিয়ে কাচামালের ট্রলার ও মাহিন্দ্রা-আলফা এবং ইজিবাইক সহ মটরসাইকেলে করে হারতা ও আটঘ-কুড়িয়ানা এলাকায় নিয়ে ফিরজ জাত করার পাশাপাশি অন্যত্র পাচার করে দিচ্ছেন। 
এ বিষয়টি মানতে রাজি নন উপজেলা কর্মকর্তা মো.জামাল হোসেন। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সন্ধ্যা নদীতে গত ৫ দিন অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫৫ কেজি মাছ সহ ৫ জনকে আটক করে জেল এবং জড়িমানা আদায় করেছেন।