• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
কেউ হতাশ হবেন না: প্রধানমন্ত্রী ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী

যৌথ সামরিক মহড়ায় রাশিয়া-চীন, উদ্বিগ্ন ওয়াশিংটন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২  

পাল্টাপাল্টি সামরিক মহড়া কেন্দ্র করে বিশ্বজুড়ে বেড়েই চলেছে উত্তেজনা। ভিন্ন ভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই এবার একাট্টা রাশিয়া ও চীন। নিজেদের শক্তির জানান দিতে রাশিয়ার প্রিমর্স্কি অঞ্চলে জল-স্থল ও আকাশসীমায় অত্যাধুনিক যুদ্ধজাহাজ, ট্যাংকার ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বিশাল যৌথ সামরিক মহড়া শুরু করেছেন দেশ দুটির সেনারা। খবর আল জাজিরা।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই বিশাল যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া ও চীন। মস্কোর আয়োজনে ‘ভস্তক ২০২২’ নামের এ মহড়ায় পর্যায়ক্রমে যোগ দেয়ার কথা রয়েছে ভারত, সিরিয়াসহ বিশ্বের ১৫টি দেশের। রাশিয়ার প্রিমর্স্কি অঞ্চলে শুরু হওয়া এ মহড়া চলবে সপ্তাহব্যাপী। সীমান্তে যে কোনো ধরনের হামলা মোকাবিলায় পূর্বপ্রস্তুতির লক্ষ্যে এ মহড়া বলে জানিয়েছে দেশগুলো। রাশিয়ার এমন তৎপরতায় গভীর উদ্বিগ্ন ওয়াশিংটন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, চলমান মহড়ায় ১৪০টি বিমান, ৬০টি যুদ্ধজাহাজ এবং ৫ হাজার অস্ত্র ইউনিটের পাশাপাশি পর্যায়ক্রমে ভারত, তাজিকিস্তান, সিরিয়াসহ বিশ্বের ১৫টি দেশের অর্ধলক্ষাধিক সেনাসদস্য অংশ নেবেন। সাইবেরিয়ার পূর্বাঞ্চল, রাশিয়ার উত্তর-পূর্বাঞ্চল এবং জাপান সাগরের উত্তরাঞ্চলজুড়ে বিশাল যৌথ সামরিক মহড়া চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

অংশগ্রহণকারী দেশগুলোর সেনাবাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও জোরদার, কৌশলগত সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন নিরাপত্তা হুমকি মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ আয়োজনে অংশ নেয় দেশগুলো। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মস্কোর সঙ্গে চলমান দ্বিপক্ষীয় বার্ষিক সহযোগিতা চুক্তি আরও একধাপ এগিয়ে গেলো বেইজিংয়ের। সবশেষ ২০১৮ সালে মস্কোর আয়োজনেই 'ভস্তক ২০১৮' নামের যৌথ মহড়ায় তিন লাখ সেনাসদস্য অংশ নেয়।

এ মাসের শুরুর দিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে তারা এ সামরিক মহড়ায় অংশ নেবে। এদিকে যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপে সিউলের সঙ্গে যৌথ মহড়া চালালেও এবার রুশ-চীন অনুশীলনের ঘটনায় ঠিকই উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন।