• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
কেউ হতাশ হবেন না: প্রধানমন্ত্রী ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী

প্রতারণা করে কুলি থেকে কোটিপতি, কে এই বিপ্লব লস্কর?

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২  

বিদেশি বন্ধুর দামি উপহারের টোপ। প্রতারণা করে কুলি থেকে কোটিপতি বিপ্লব লস্কর। কলিং ও ব্যাংকিং ম্যানেজমেন্ট সার্ভিস খুলে নাইজেরিয়া, ক্যামেরুন ও কম্বোডিয়াসহ বিভিন্ন দেশ থেকে চলছে প্রতারণা। যাদের ফাঁদে পা দিয়ে লাখ লাখ টাকা খোয়াচ্ছেন দেশের অনেকেই। অথচ এখনো অধরা কথিত বিগ বস বিপ্লব।

বিদেশি বন্ধুর দামি উপহারের নামে যারা নিয়মিত প্রতারণা করে আসছে তারা বাংলাদেশে অবৈধভাবে বসবাসরত নাইজেরিয়া, কম্বোডিয়া ও ক্যামেরুনসহ আফ্রিকার কয়েকটি দেশের বাসিন্দা। গত কয়েক বছরে তাদের হাতে প্রতারণার শিকার হয়েছেন অনেকেই।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, প্রতারণার জন্য তাদের জন্য রয়েছে বিভিন্ন ডিভিশন। কলিং ও ব্যাংকিং ম্যানেজমেন্ট নামে অভিনব দুটি ডিপার্টমেন্ট খুলে কয়েক ধাপে প্রতারণা করছে চক্রটি। কলিং ডিপার্টমেন্টে কাজ করে বাংলাদেশি প্রতারকরা। এই বিভাগের লোকেরাই কাস্টমস কর্মকর্তা সেজে টার্গেট ব্যক্তিকে ফোন করেন।

এখানে আবার রয়েছে আরও দুটি ভাগ। একটি কার্ড ডিভিশন আরেকটি চেক ডিভিশন। প্রতারণা করে পাওয়া টাকা জমা হয় বিভিন্ন ব্যাংক হিসাবে।

বিদেশি এসব প্রতারককে সহায়তা করছে কিছু বাংলাদেশি, আর সেই বাংলাদেশি চক্রের অন্যতম হোতা বিপ্লব লস্কর। ব্যাংক হিসাবগুলোর নিয়ন্ত্রণ তার হাতে। ব্যাংক হিসেব থেকে টাকা তুলে চক্রের বিদেশি সদস্যদের পৌঁছে দেন তিনি। পান মোটা অঙ্কের কমিশন। এভাবে টাকা কামিয়ে কুলি থেকে কোটিপতি হয়েছেন বিপ্লব।

বিদেশিদের প্রতারণার শতাধিক ঘটনার সঙ্গে বিপ্লব লস্করের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। এই লাইনে তাকে সবাই বিগ বস নামে ডাকে।

প্রশ্ন হচ্ছে তার বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরেও কেন তিনি এখনও অধরা? ঢাকা মহানগর গোয়েন্দা ‍পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘অনেক দিন ধরেই আমরা তাকে খুঁজছি। সে সবসময় হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। সে অনেক আধুনিক প্রযুক্তি জানে, ফলে তাকে খুঁজে পাওয়া একটু কষ্টকর। তবে আমরা দ্রুতই তাকে ধরতে পারব।’

বিপ্লব লস্করের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে রাজধানীর কয়েকটি থানায় মামলা রয়েছে। এ ছাড়া অপহরণ, অস্ত্র ও প্রতারণার মামলাও রয়েছে তার বিরুদ্ধে।