• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
কেউ হতাশ হবেন না: প্রধানমন্ত্রী ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে কমিশন গঠনের উদ্যোগ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২  

উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে পদ্মা সেতুর দুর্নীতি অপপ্রচারের সঙ্গে জড়িত প্রকৃত ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে একটি কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। কমিশন গঠনের অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে এ সংক্রান্ত একটি সার-সংক্ষেপ পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ইনকোয়ারি অ্যাক্ট-১৯৫৬ (৩ ধারা) ও সংশ্লিষ্ট অন্যান্য আইন অনুযায়ী এ কমিশন গঠনের কথা বলা হয়েছে প্রস্তাবে। সার-সংক্ষেপে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এ কমিশন গঠন করার প্রস্তাবও করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

২০১২ সালে পদ্মা সেতু প্রকল্পে উচ্চপর্যায়ের দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগ এনে ১২০ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। এতে তখনকার যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে সরিয়ে দেওয়া হয় ও গ্রেফতার হন সেতু সচিব মোশাররফ হোসেন ভুইয়া। তবে পরবর্তীসময়ে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি।

গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হয়। এরপর দিন থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় সেতুটি।

মন্ত্রিপরিষদ বিভাগের সার-সংক্ষেপে বলা হয়, পদ্মা সেতু নির্মাণ চুক্তির বিষয়ে ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ নজরে এনে হাইকোর্ট বিভাগ সুয়োমোটো রুল জারি করেন। পদ্মা সেতু নির্মাণ চুক্তি সংক্রান্ত অসত্য তথ্য সৃজন করে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের নেপথ্যে প্রকৃত দোষী ব্যক্তিদের খুঁজে বের করার লক্ষ্যে কমিশন গঠনের আদেশ কেন দেওয়া হবে না, সে মর্মে রুলটি জারি করা হয়। গত ২৮ জুন ওই মামলার রায় ঘোষণা করা হয়েছে।

রায়ের কপি মন্ত্রিপরিষদ বিভাগ পায় গত ২৮ আগস্ট। আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে কমিশন গঠন এবং দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দেন আদালত।

‘ইনকোয়ারি অ্যাক্ট-১৯৫৬ (৩ ধারা)’ অনুসারে কমিশন গঠন হতে পারে জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তাবে লিখেছে- এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ এরই মধ্যে সেতু বিভাগ এবং আইন, বিচারও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামত নেয়। সেতু বিভাগ মতামত দেওয়া, তাদের বিভাগ থেকে এ কমিশন গঠন সমীচিন হবে না।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ মতামত দেয় যে, বিষয়বস্তুর সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ কমিশন অব ইনকয়ারি আইনের অধীনে তদন্ত কমিশন গঠন করতে পারে। তদন্তের বিষয়টি যে মন্ত্রণালয়/বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট বা কর্মপরিধিভুক্ত সেই মন্ত্রণালয় বা বিভাগ আইনের অধীন কমিশন গঠন এবং ওই কমিশনে তদন্তের বিষয় ও প্রকৃতি বিবেচনায় সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ এক বা একাধিক সদস্য নিয়োগ করা যেতে পারে।

আইনের (ইনকোয়ারি অ্যাক্ট) ধারা ৪ ও ৫ অনুযায়ী কমিশন একটি দেওয়ানি আদালত হিসেবে গণ্য হবে এবং দেওয়ানি আদালতের মতো ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এ প্রেক্ষাপটে তদন্ত কমিশনে কোনো বিচার বিভাগীয় কর্মকর্তাকে সদস্য বা সভাপতি হিসেবে নিয়োগের প্রয়োজন হলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সংশ্লিষ্টতা রয়েছে বলে বিভাগ মতামত দেয় বলে সার-সংক্ষেপে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।