• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
কেউ হতাশ হবেন না: প্রধানমন্ত্রী ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী

গ্লোবাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হলেন পুলিশের মোখলেসুর

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮  

 

বাংলাদেশ পুলিশের প্রশাসন ও অপারশনের দায়িত্বে থাকা অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) মোখলেসুর রহমান নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অবদানের জন্য জাতিসংঘের গ্লোবাল চ্যম্পিয়ন হিসেবে মনোনীত হয়েছেন।

রোববার বিকেলে পুলিশ সদর দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিল বিভাগ এই অ্যাওয়ার্ডের জন্য তাকে মনোনীত করে।

এতে জানানো হয়, ইউএনএফপিএ নারী ও কন্যা শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে অসামান্য অবদানের জন্য বিশ্বব্যাপী ১৬টি দেশের ১৬ জনকে চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করেছে। এর মধ্যে বাংলাদেশ থেকে অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমানকে মনোনীত করা হয়েছে।

একজন পেশাদার পুলিশ কর্মকর্তা মো. মোখলেসুর রহমান তার দীর্ঘ কর্মজীবনে জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে অসামান্য অবদান রেখেছেন। তিনি ২০১৫ সাল থেকে জেন্ডার বেইজড ভায়োলেন্স যেমন-বাল্য বিবাহ, নারী নির্যাতন ইত্যাদি বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এর পরিপ্রেক্ষিতে ইউএনএফপিএ তাদের কার্যক্রমের সঙ্গে তাকে সম্পৃক্ত করে।

ইউএনএফপিএর কার্যক্রমের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থেকে নারী ও কন্যা শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে কাজ করছেন মুখলেসুর রহমান। তিনি জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহায়তায় পরিচালিত জেন্ডার বেইজড ভায়োলেন্সর একজন পরামর্শক। তার পরামর্শে দেশের ১৫টি থানায় ইউএনএফপিএ’র সহায়তায় পাইলট প্রকল্প হিসেবে নারী সহায়তা ডেস্ক স্থাপন করা হয়েছে। তিনি দেশে গরীবের জন্য পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার প্রবক্তা।

উল্লেখ্য, নারী সহায়তা ডেস্কের মাধ্যমে নির্যাতনের শিকার নারী ও কন্যা শিশুর অভিযোগের বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হয়। এক্ষেত্রে কঠোর গোপনীয়তাও রক্ষা করা হয়। এশিয়ার মধ্যে বাংলাদেশেই প্রথম বিভিন্ন থানায় নারী সহায়তা ডেস্ক চালু করেছে।