• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
কেউ হতাশ হবেন না: প্রধানমন্ত্রী ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-আখাউড়া-সিলেট রুটে নির্বিঘ্নে ছুটবে ট্রেন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১  

চট্টগ্রাম-আখাউড়া-কুলাউড়া-সিলেট রেল রুটে থাকা ৩০০ এর অধিক ছোট-বড় সেতু ও অসংখ্য কালভার্টে সংস্কার কাজ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এতে এসব রুটে সর্বোচ্চ গতিতে নির্বিঘ্নে চলাচল করতে পারবে আন্তঃনগর, ডেমু ও লোকালসহ কয়েকটি পণ্যবাহী ট্রেন।

রেলপথ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম-আখাউড়া রুটে ১৫০ কিলোমিটার ট্রাক টেম্পিং করা হয়েছে। ৫২টি সেতুর অকেজো স্লিপার ও ফিটিংস পরিবর্তনের মাধ্যমে সংস্কার কাজ করা হয়েছে। এ রুটে সেতুর পাশাপাশি রেললাইনেও সংস্কার কাজ পুরোদমে চলছে।

সূত্র আরো জানায়, সিলেট-কুলাউড়া-আখাউড়া সেকশনে ১৭৮ কিলোমিটার রেলপথ রয়েছে। দীর্ঘ এই পথে ছোট-বড় ২৫০টির বেশি সেতু রয়েছে। ৬০-৭০ বছর আগে সর্বনিম্ন ৩ ফুট থেকে ৩০০ ফুট দীর্ঘ এসব সেতু নির্মিত হয়েছে। ফলে ধীরে ধীরে সেতু ও কালভার্টের কাঠের স্লিপারের অধিকাংশ নষ্ট হয়ে গিয়েছিল। উঠে গিয়েছিল রেললাইনের ক্লিপ-হুক। সংস্কারের অভাবে ও রেলসেতুর কাঠের স্লিপারগুলো নষ্ট হয়ে যাওয়ায় রেলপথ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়েছিল। কারণ এ রুটে প্রতিদিন ছয় জোড়া আন্তঃনগর, আটটি ডেমু ও লোকালসহ কয়েকটি পণ্যবাহী ট্রেনও চলাচল করে থাকে। এরমধ্যে ২০১৯ সালের ২৪ জুন মৌলভীবাজারের কুলাউড়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর সতর্ক হয়ে যায় রেলওয়ে কর্তৃপক্ষ।

২০১৯ সালের জুন থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত রেলওয়ে পূর্বাঞ্চলের প্রকৌশল বিভাগের তথ্যানুযায়ী, চট্টগ্রাম-আখাউড়া-কুলাউড়া-সিলেট রেল রুটে পুরনো ম্যাটেরিয়ালস খুলে নতুন করে ম্যাটেরিয়ালস লাগানোর জন্য আলাদা বরাদ্দ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এরই মধ্যে আখাউড়া-কুলাউড়া সেকশনে ৫২টি রেলসেতুর অকেজো স্লিপার ও ফিটিংস পরিবর্তন করা হয়েছে।

সূত্র জানায়, কুলাউড়া-সিলেট সেকশনে ১৭টি সেতুর স্লিপার ও ফিটিংস নতুন করে লাগানো হয়েছে। আখাউড়া-কুলাউড়া সেকশনে মেরামত করা হয় ১৯টি রেলসেতু। এসব সেকশনে টেম্পিং মেশিন দ্বারা ১২৫ দশমিক ৫০ কিলোমিটার রেললাইনের ম্যাকানাইজড করার কাজ সম্পন্ন হয়েছে। ১১ দশমিক ১০ কিলোমিটার রেললাইনের শ্যালো স্কিনিং করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে ক্ষতিগ্রস্ত ২০০টি পিসি স্লিপার ও পি-ওয়ে ফিটিংস। স্প্রেডিং করা হয়েছে এক লাখ ঘনফুট ব্যালাস্ট।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রকৌশল বিভাগ জানায়, ২০২১ সালে শেষের দিকে পূর্বাঞ্চলের সব রুট ও সেতুর কাজ প্রায় শেষ হবে। সেক্ষেত্রে এসব রুটে নির্বিঘ্নে সর্বোচ্চ গতিতে ট্রেন ছুটতে পারবে বলে আশা করা হচ্ছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন জানান, মৌলভীবাজারের কুলাউড়ায় সেতু ভেঙে ভয়াবহ রেল দুর্ঘটনার পর ওই রুটসহ রেলওয়ে পূর্বাঞ্চলের রেললাইন ও সেতুগুলো মেরামতের কাজ শুরু হয়েছিল। এতে দেড় বছরে রেলসেতুতে কোনো দুর্ঘটনা ঘটেনি।

এছাড়া রেললাইনের সংস্কার কার্যক্রম শেষ হলে ট্রেন দুর্ঘটনা অনেকাংশ কমে যাবে বলে আশা ব্যক্ত করেন রেলওয়ে পূর্বাঞ্চলের এই প্রধান প্রকৌশলী।