• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
কেউ হতাশ হবেন না: প্রধানমন্ত্রী ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী

র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৫ মে ২০২৪  

দেশের সব গণপরিবহনের ভাড়া পরিশোধে সবার জন্য এক কার্ড প্রবর্তন করতে যাচ্ছে সরকার। র‌্যাপিড পাস নামের এ কার্ড ব্যবহার করে সারা দেশে সড়কপথ, রেলপথ, পানিপথ ও আকাশপথে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত সব গণপরিবহনের ভাড়া পরিশোধ করা যাবে। একই কার্ড দিয়ে সড়ক ও সেতু পারাপারের টোল, ওয়্যারহাউজ, পার্কিং সুবিধা, স্টেশনের লকার ব্যবস্থার ফি পরিশোধও করা যাবে। পাশাপাশি ডেবিট বা ক্রেডিট কার্ড হিসেবেও ব্যবহার করা যাবে, যা দিয়ে কেনাকাটাসহ বিভিন্ন পরিষেবায় র‌্যাপিড পাস কাজে লাগাতে পারবেন ব্যবহারকারীরা। সব গণপরিবহনের ভাড়া পরিশোধের জন্য ‘‌গণপরিবহনে সমন্বিত টিকেটিং ব্যবস্থা এবং ক্লিয়ারিং হাউজ ব্যবস্থাপনা আইন-২০২৪’-এর খসড়া প্রস্তুত করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

খসড়ায় আইনটির লক্ষ্য সম্পর্কে বলা হয়েছে—বিরামহীন, ঝামেলামুক্ত, অর্থ ও সময়সাশ্রয়ী, স্বচ্ছন্দ ভ্রমণ, পণ্য পরিবহন এবং সংশ্লিষ্ট সেবা যেমন পার্কিং, স্টেশন লকার, ওয়্যারহাউজ সেবা ইত্যাদি নিশ্চিত করা এবং পরিবহন ও পরিবহনবহির্ভূত খাতে লেনদেন সহজ করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।

পরিবহনের ভাড়াসহ বিভিন্ন সেবার ফি পরিশোধের পাশাপাশি ডেবিট বা ক্রেডিট কার্ড হিসেবেও র‌্যাপিড পাস ব্যবহার করা যাবে। এ সম্পর্কে খসড়া আইনে বলা হয়েছে, র‍্যাপিড পাস একটি ডেবিট/ক্রেডিট কার্ড হিসেবে বিবেচিত হবে, যা গ্রাহকের সুবিধার জন্য, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও নিয়মাবলি প্রতিপালন সাপেক্ষে টোল/ফি/চার্জ আদায়সহ পরিবহন ব্যবস্থাবহির্ভূত সব ক্ষেত্রে লেনদেন সম্পাদন, মানি ট্রান্সফার, এমএফএস কার্যক্রমসহ ডেবিট/ক্রেডিট কার্ডের সব ধরনের কার্যক্রমে ব্যবহৃত হবে।

গ্রাহকের র‌্যাপিড পাস সেবা প্রদানের জন্য একটি কোম্পানি গঠনের কথা বলা হয়েছে খসড়া আইনে। এতে বলা হয়েছে, র‌্যাপিড পাস কার্ড সেবার প্রচলন, প্রচার, প্রসার, র‌্যাপিড পাস কার্ডের তথ্যের নিরাপত্তা এবং ক্লিয়ারিং হাউজ সিস্টেম উন্নতীকরণ প্রভৃতি জন্য এ আইনের অধীনে একটি কোম্পানি গঠন হবে। কোম্পানির নাম হবে ‘‌সমন্বিত টিকিট সিস্টেম ব্যবস্থাপনা কোম্পানি’। জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে মুনাফা অর্জন হবে কোম্পানির অন্যতম লক্ষ্য। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এই কোম্পানির শেয়ারহোল্ডার হতে এবং পরিচালক নিয়োগ দিতে পারবে।

খসড়া আইনে বলা হয়েছে, জনগণের কাছে র‍্যাপিড পাস সহজলভ্য করার জন্য কোম্পানি সরকারি/বেসরকারি ব্যাংক, সরকারি/বেসরকারি গণপরিহনের অপারেটর, প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ‘‌অ্যাকোয়ার’/বিক্রয় এজেন্ট নিয়োগ করতে পারবে।