• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
কেউ হতাশ হবেন না: প্রধানমন্ত্রী ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী

র‌্যাব-৮ এর অভিযানে ১০ কোটি টাকা মূল্যের কষ্টি পাথর সহ আটক ৩

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২  

বরিশাল প্রতিনিধি: পুরাতন পাল শাসন আমলের প্রায় ৭০০-১০০০ বছরের ৩২ কেজি ওজনের ১০ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ঞু মূর্তি সহ ৩ জনকে আটক করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন র‍্যাব-৮। শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৮ বরিশাল এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, বরিশাল র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের গোপন সূত্রে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন শাশুনিয়া গ্রামস্থ আবুল খায়ের মোল্লা (৫৭) এর বসত বাড়িতে চোরাচালানের উদ্দেশ্যে অতি মূল্যবান পাথরের মূর্তি বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার মো. শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ দল ২০ অক্টোবর বিকেলে শাশুনিয়া গ্রামস্থ আবুল খায়ের মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার শাশুনিয়া গ্রামের মৃত ইয়াকুব আলী মোল্লার ছেলে মো. আবুল খায়ের মোল্লা (৫৭), মৃত আমির আলী মুন্সির ছেলে মো. টুকু মুন্সি (৩৫), এবং পাবনা জেলার আমিনপুর থানার রাম নারায়ণপুর গ্রামের মো. খোরশেদ মোল্লার ছেলে মো. রমজান মোল্লাকে (২৮) আটক করে।

পরে আটককৃত আসামিদের কাছ থেকে ১টি অতি পুরাতন পাথরের মূর্তি উদ্ধার করা হয়। উক্ত মূর্তিটি স্থানীয় স্বর্ণকার কষ্টি পাথরের তৈরি বিষ্ণু মূর্তি বলে নিশ্চিত করেন এবং তা পাল আমলে আনুমানিক ৭০০-১০০০ বৎসর পূর্বে তৈরি বলে অবহিত করেন।

র‌্যাব আরও জানায়, আটককৃতদের আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী জানা যায়, তারা চোরাচালান এবং বিক্রয়ের উদ্দেশ্যে মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি বিগত প্রায় ৬ (ছয়) মাস নিজেদের হেফাজতে রেখেছিল। উক্ত মূর্তিটির মূল অংশের উচ্চতা ২৬.৫ ইঞ্চি, প্রস্থ ১৪ ইঞ্চি, ওজন ৩২ কেজি এবং যার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা।

পরে উদ্ধারকৃত কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটিসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের শেষে থানায় প্রেরণ করা হয়েছে।