• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
কেউ হতাশ হবেন না: প্রধানমন্ত্রী ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী

ব‌রিশাল অঞ্চল থেকে এক লক্ষ মানুষ যোগ দেবে পদ্মা সেতু উ‌দ্বোধনী

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৪ জুন ২০২২  

ব‌রিশাল প্রতিনিধি : পার্বত‌্য শা‌ন্তি চু‌ক্তি বাস্তবায়ন ও পরী‌বিক্ষণ ক‌মি‌টির আহবায়ক ও ব‌রিশাল জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি আবুল হাসানাত আব্দুল্লাহ ব‌লে‌ছেন, পদ্মা সেতু ব‌রিশাল অঞ্চ‌লের মানু‌ষের কা‌ছে স্ব‌প্নের মত। ২৫ জুন পদ্মা সেতু উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে ব‌রিশাল অঞ্চল থে‌কে বাস ও লঞ্চ যো‌গে এক লক্ষ মান‌ুষ অংশগ্রহন কর‌বে।

পদ্মা সেতুর উ‌দ্বোধনী অনুষ্ঠান নি‌য়ে ব‌রিশাল বিভাগের আওয়ামী লী‌গের নেতৃবৃন্দের সা‌থে মঙ্গলবার দুপু‌রে ব‌রিশাল ক্লা‌বে মত‌বি‌নিময় সভায় এসব কথা ব‌লেন তি‌নি।

ব‌রিশাল জেলা ও মহানগর আওয়ামী লী‌গের আ‌য়ো‌জিত সভায় হাসানাত আব্দুল্লাহ আরও ব‌লেন, এই স্বপ্নের সেতু বরিশাল অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা বদলে দেয়ার জন্য ভূমিকা রাখবে। তাই ২৫ তারিখ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল থেকে ১ লাখ লোক অংশ নেবে। এদের যাতায়াতে সড়ক ও নৌপথে বাহনের ব্যবস্থা করার জন্য স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনার জন্য এই বিভাগীয় মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

তি‌নি ব‌লেন, আমা‌দের স্বপ্ন পূরণ হ‌য়ে‌ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার কার‌ণে। উ‌দ্বোধনী অনুষ্ঠান সাফল‌্যম‌ন্ডিত কর‌তে সব ব‌্যবস্থা নি‌চ্ছে ব‌রিশালবাসী। কুয়াকাটা, পাথ‌রঘাটা থে‌কে ভূরঘাটা পর্যন্ত এলাকার মানুষ যা‌বে সেতু উ‌দ্বোধ‌নের অনুষ্ঠা‌নে। এই অঞ্চ‌লের মানুষ কত খু‌শি তা ব‌লে বোঝা‌নো সম্ভব নয়। আ‌গে ঢাকা যে‌তে ৭/৮ ঘন্টা সময় লাগ‌তো, আর এখন পদ্মা সেতুর উপর দি‌য়ে যে‌তে সময় লাগ‌বে তিন থে‌কে সা‌ড়ে তিন ঘন্টা। আর কি চাই আমা‌দের।

মত‌বি‌নিময় সভায় অন‌্যান‌্যদের ম‌ধ্যে বক্তব‌্য রা‌খেন বাংলা‌দেশ আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউ‌দ্দিন না‌সিম, সাংগঠ‌নিক সম্পাদক আফজাল হো‌সেন, পা‌নি সম্পদ প্রতিমন্ত্রী জা‌হিদ ফারুক, ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ, সংসদ সদস‌্য পঙ্কজ দেবনাথ, আ স ম ফি‌রোজ, পি‌রোজপুর জেলা প‌রিষদের প্রশাসক ম‌হিউ‌দ্দিন মহারাজ প্রমূখ।

সভায় ব‌রিশাল বিভা‌গের সংসদ সদস‌্য, জেলা ও উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি, সাধারণ সম্পাদক, পৌরসভা মেয়র ও উপ‌জেলা চেয়ারম‌্যানগন উপ‌স্থিত ছি‌লেন।ব‌রিশাল অঞ্চল থেকে এক লক্ষ মানুষ যোগ দেবে পদ্মা সেতু উ‌দ্বোধনী অনুষ্ঠানে।

ব‌রিশাল প্রতিনিধি : পার্বত‌্য শা‌ন্তি চু‌ক্তি বাস্তবায়ন ও পরী‌বিক্ষণ ক‌মি‌টির আহবায়ক ও ব‌রিশাল জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি আবুল হাসানাত আব্দুল্লাহ ব‌লে‌ছেন, পদ্মা সেতু ব‌রিশাল অঞ্চ‌লের মানু‌ষের কা‌ছে স্ব‌প্নের মত। ২৫ জুন পদ্মা সেতু উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে ব‌রিশাল অঞ্চল থে‌কে বাস ও লঞ্চ যো‌গে এক লক্ষ মান‌ুষ অংশগ্রহন কর‌বে।

পদ্মা সেতুর উ‌দ্বোধনী অনুষ্ঠান নি‌য়ে ব‌রিশাল বিভাগের আওয়ামী লী‌গের নেতৃবৃন্দের সা‌থে মঙ্গলবার দুপু‌রে ব‌রিশাল ক্লা‌বে মত‌বি‌নিময় সভায় এসব কথা ব‌লেন তি‌নি।

ব‌রিশাল জেলা ও মহানগর আওয়ামী লী‌গের আ‌য়ো‌জিত সভায় হাসানাত আব্দুল্লাহ আরও ব‌লেন, এই স্বপ্নের সেতু বরিশাল অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা বদলে দেয়ার জন্য ভূমিকা রাখবে। তাই ২৫ তারিখ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল থেকে ১ লাখ লোক অংশ নেবে। এদের যাতায়াতে সড়ক ও নৌপথে বাহনের ব্যবস্থা করার জন্য স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনার জন্য এই বিভাগীয় মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

তি‌নি ব‌লেন, আমা‌দের স্বপ্ন পূরণ হ‌য়ে‌ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার কার‌ণে। উ‌দ্বোধনী অনুষ্ঠান সাফল‌্যম‌ন্ডিত কর‌তে সব ব‌্যবস্থা নি‌চ্ছে ব‌রিশালবাসী। কুয়াকাটা, পাথ‌রঘাটা থে‌কে ভূরঘাটা পর্যন্ত এলাকার মানুষ যা‌বে সেতু উ‌দ্বোধ‌নের অনুষ্ঠা‌নে। এই অঞ্চ‌লের মানুষ কত খু‌শি তা ব‌লে বোঝা‌নো সম্ভব নয়। আ‌গে ঢাকা যে‌তে ৭/৮ ঘন্টা সময় লাগ‌তো, আর এখন পদ্মা সেতুর উপর দি‌য়ে যে‌তে সময় লাগ‌বে তিন থে‌কে সা‌ড়ে তিন ঘন্টা। আর কি চাই আমা‌দের।

মত‌বি‌নিময় সভায় অন‌্যান‌্যদের ম‌ধ্যে বক্তব‌্য রা‌খেন বাংলা‌দেশ আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউ‌দ্দিন না‌সিম, সাংগঠ‌নিক সম্পাদক আফজাল হো‌সেন, পা‌নি সম্পদ প্রতিমন্ত্রী জা‌হিদ ফারুক, ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ, সংসদ সদস‌্য পঙ্কজ দেবনাথ, আ স ম ফি‌রোজ, পি‌রোজপুর জেলা প‌রিষদের প্রশাসক ম‌হিউ‌দ্দিন মহারাজ প্রমূখ।

সভায় ব‌রিশাল বিভা‌গের সংসদ সদস‌্য, জেলা ও উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি, সাধারণ সম্পাদক, পৌরসভা মেয়র ও উপ‌জেলা চেয়ারম‌্যানগন উপ‌স্থিত ছি‌লেন।ব‌রিশাল অঞ্চল থেকে এক লক্ষ মানুষ যোগ দেবে পদ্মা সেতু উ‌দ্বোধনী অনুষ্ঠানে।

ব‌রিশাল প্রতিনিধি : পার্বত‌্য শা‌ন্তি চু‌ক্তি বাস্তবায়ন ও পরী‌বিক্ষণ ক‌মি‌টির আহবায়ক ও ব‌রিশাল জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি আবুল হাসানাত আব্দুল্লাহ ব‌লে‌ছেন, পদ্মা সেতু ব‌রিশাল অঞ্চ‌লের মানু‌ষের কা‌ছে স্ব‌প্নের মত। ২৫ জুন পদ্মা সেতু উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে ব‌রিশাল অঞ্চল থে‌কে বাস ও লঞ্চ যো‌গে এক লক্ষ মান‌ুষ অংশগ্রহন কর‌বে।

পদ্মা সেতুর উ‌দ্বোধনী অনুষ্ঠান নি‌য়ে ব‌রিশাল বিভাগের আওয়ামী লী‌গের নেতৃবৃন্দের সা‌থে মঙ্গলবার দুপু‌রে ব‌রিশাল ক্লা‌বে মত‌বি‌নিময় সভায় এসব কথা ব‌লেন তি‌নি।

ব‌রিশাল জেলা ও মহানগর আওয়ামী লী‌গের আ‌য়ো‌জিত সভায় হাসানাত আব্দুল্লাহ আরও ব‌লেন, এই স্বপ্নের সেতু বরিশাল অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা বদলে দেয়ার জন্য ভূমিকা রাখবে। তাই ২৫ তারিখ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল থেকে ১ লাখ লোক অংশ নেবে। এদের যাতায়াতে সড়ক ও নৌপথে বাহনের ব্যবস্থা করার জন্য স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনার জন্য এই বিভাগীয় মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

তি‌নি ব‌লেন, আমা‌দের স্বপ্ন পূরণ হ‌য়ে‌ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার কার‌ণে। উ‌দ্বোধনী অনুষ্ঠান সাফল‌্যম‌ন্ডিত কর‌তে সব ব‌্যবস্থা নি‌চ্ছে ব‌রিশালবাসী। কুয়াকাটা, পাথ‌রঘাটা থে‌কে ভূরঘাটা পর্যন্ত এলাকার মানুষ যা‌বে সেতু উ‌দ্বোধ‌নের অনুষ্ঠা‌নে। এই অঞ্চ‌লের মানুষ কত খু‌শি তা ব‌লে বোঝা‌নো সম্ভব নয়। আ‌গে ঢাকা যে‌তে ৭/৮ ঘন্টা সময় লাগ‌তো, আর এখন পদ্মা সেতুর উপর দি‌য়ে যে‌তে সময় লাগ‌বে তিন থে‌কে সা‌ড়ে তিন ঘন্টা। আর কি চাই আমা‌দের।

মত‌বি‌নিময় সভায় অন‌্যান‌্যদের ম‌ধ্যে বক্তব‌্য রা‌খেন বাংলা‌দেশ আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউ‌দ্দিন না‌সিম, সাংগঠ‌নিক সম্পাদক আফজাল হো‌সেন, পা‌নি সম্পদ প্রতিমন্ত্রী জা‌হিদ ফারুক, ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ, সংসদ সদস‌্য পঙ্কজ দেবনাথ, আ স ম ফি‌রোজ, পি‌রোজপুর জেলা প‌রিষদের প্রশাসক ম‌হিউ‌দ্দিন মহারাজ প্রমূখ।

সভায় ব‌রিশাল বিভা‌গের সংসদ সদস‌্য, জেলা ও উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি, সাধারণ সম্পাদক, পৌরসভা মেয়র ও উপ‌জেলা চেয়ারম‌্যানগন উপ‌স্থিত ছি‌লেন।ব‌রিশাল অঞ্চল থেকে এক লক্ষ মানুষ যোগ দেবে পদ্মা সেতু উ‌দ্বোধনী অনুষ্ঠানে।

ব‌রিশাল প্রতিনিধি : পার্বত‌্য শা‌ন্তি চু‌ক্তি বাস্তবায়ন ও পরী‌বিক্ষণ ক‌মি‌টির আহবায়ক ও ব‌রিশাল জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি আবুল হাসানাত আব্দুল্লাহ ব‌লে‌ছেন, পদ্মা সেতু ব‌রিশাল অঞ্চ‌লের মানু‌ষের কা‌ছে স্ব‌প্নের মত। ২৫ জুন পদ্মা সেতু উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে ব‌রিশাল অঞ্চল থে‌কে বাস ও লঞ্চ যো‌গে এক লক্ষ মান‌ুষ অংশগ্রহন কর‌বে।

পদ্মা সেতুর উ‌দ্বোধনী অনুষ্ঠান নি‌য়ে ব‌রিশাল বিভাগের আওয়ামী লী‌গের নেতৃবৃন্দের সা‌থে মঙ্গলবার দুপু‌রে ব‌রিশাল ক্লা‌বে মত‌বি‌নিময় সভায় এসব কথা ব‌লেন তি‌নি।

ব‌রিশাল জেলা ও মহানগর আওয়ামী লী‌গের আ‌য়ো‌জিত সভায় হাসানাত আব্দুল্লাহ আরও ব‌লেন, এই স্বপ্নের সেতু বরিশাল অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা বদলে দেয়ার জন্য ভূমিকা রাখবে। তাই ২৫ তারিখ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল থেকে ১ লাখ লোক অংশ নেবে। এদের যাতায়াতে সড়ক ও নৌপথে বাহনের ব্যবস্থা করার জন্য স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনার জন্য এই বিভাগীয় মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

তি‌নি ব‌লেন, আমা‌দের স্বপ্ন পূরণ হ‌য়ে‌ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার কার‌ণে। উ‌দ্বোধনী অনুষ্ঠান সাফল‌্যম‌ন্ডিত কর‌তে সব ব‌্যবস্থা নি‌চ্ছে ব‌রিশালবাসী। কুয়াকাটা, পাথ‌রঘাটা থে‌কে ভূরঘাটা পর্যন্ত এলাকার মানুষ যা‌বে সেতু উ‌দ্বোধ‌নের অনুষ্ঠা‌নে। এই অঞ্চ‌লের মানুষ কত খু‌শি তা ব‌লে বোঝা‌নো সম্ভব নয়। আ‌গে ঢাকা যে‌তে ৭/৮ ঘন্টা সময় লাগ‌তো, আর এখন পদ্মা সেতুর উপর দি‌য়ে যে‌তে সময় লাগ‌বে তিন থে‌কে সা‌ড়ে তিন ঘন্টা। আর কি চাই আমা‌দের।

মত‌বি‌নিময় সভায় অন‌্যান‌্যদের ম‌ধ্যে বক্তব‌্য রা‌খেন বাংলা‌দেশ আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউ‌দ্দিন না‌সিম, সাংগঠ‌নিক সম্পাদক আফজাল হো‌সেন, পা‌নি সম্পদ প্রতিমন্ত্রী জা‌হিদ ফারুক, ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ, সংসদ সদস‌্য পঙ্কজ দেবনাথ, আ স ম ফি‌রোজ, পি‌রোজপুর জেলা প‌রিষদের প্রশাসক ম‌হিউ‌দ্দিন মহারাজ প্রমূখ।

সভায় ব‌রিশাল বিভা‌গের সংসদ সদস‌্য, জেলা ও উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি, সাধারণ সম্পাদক, পৌরসভা মেয়র ও উপ‌জেলা চেয়ারম‌্যানগন উপ‌স্থিত ছি‌লেন।