• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
কেউ হতাশ হবেন না: প্রধানমন্ত্রী ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী

সর্বোচ্চ নিরাপত্তায় তৈরি হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯  

পাবনার রূপপুরে নির্মিতব্য দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সর্বোচ্চ নিরাপত্তায় গড়ে তোলা হচ্ছে। তেজস্ক্রিয় বর্জ্য এখান থেকে বাইরে বের হওয়ার ঝুঁকি যেমন থাকবে না, তেমনি নির্ধারিত সময়ে এই প্রকল্পের কাজও শেষ হবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থাপতি ইয়াফেস ওসমান বলেন, এটা হলো থার্ড প্রজেক্ট ইন দ্যা ওয়ার্ল্ড। এটা ফুকুশিমার প্রেক্ষাপটে এসেছে। এই প্রোজেক্টটা এমনই যে, প্রত্যেকটা সেক্টর ‘মোর সেফ, মোর সেফ, মোর সেফ’ ফিলোসফিতে তৈরি হচ্ছে।

জানা গেছে, চুক্তি অনুযায়ী নির্মাণ সহযোগী রাশিয়া ব্যবহার শেষে নিউক্লিয়ার বর্জ্য বা স্পেন্ট ফুয়েল ফিরিয়ে নেবে। রিয়্যাক্টরের মূল আইল্যান্ড বা এক্সক্লসিভ জোনের ৩০০ মিটারের বাইরে নিরাপদ থাকবে মানুষ। পাবলিক প্লেসে স্থাপন করা হবে রেডিয়েশন মাত্রা নির্দেশক মনিটরও। নির্মাণ, ব্যবস্থাপনা ও কারিগরি দিক সামলে নিরাপদ এই প্রযুক্তিতে দেশের সক্ষমতা বাড়াবে।

এদিকে পরমাণু চুল্লি শীতলীকরণে যে পরিমাণ পানির প্রয়োজন হবে, তা কী দীর্ঘমেয়াদে যোগাতে পারবে পদ্মা- এমন প্রশ্নে প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর বলেন, প্রসেস ওয়াটারে যে পরিমাণ পানি লাগবে, আমাদের পদ্মা নদীর শুকনো মৌসুমে যা থাকে তার সহস্র ভাগের এক ভাগ লাগবে কিনা, এতে সন্দেহ রয়েছে।

প্রসঙ্গত, বিশ্বের ৩০টি দেশে সাড়ে চারশ’র বেশি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে। এই সারিতে বাংলাদেশও যুক্ত হতে যাচ্ছে। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ায় শুরু হয়েছে ভারী যন্ত্রাংশ প্রস্তুত কার্যক্রম। অ্যাটমএনারগোম্যাস নামে রাশিয়ান কোম্পানির ওয়্যারহাউজে রিঅ্যাক্টর তৈরির কাজ চলছে।