• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা

এমবাপ্পের হ্যাটট্রিক, নেইমারের দুই ও মেসির এক গোলে পিএসজির বড় জয়

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২২ আগস্ট ২০২২  

ম্যাচ মাঠে গড়াতেই কিলিয়ান এমবাপ্পে ঝলক। এরপর লিওনেল মেসি, আশ্রাফ হাকিমি ও নেইমার কেউই বাদ যাননি।
প্রথমার্ধে একে একে চার গোল ঠুকে দেন লিলের জালে। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল। সাবেক কোচ গালতিয়েরের আঁকা চক বুঝতে পারেনি লিল। পিএসজির কাছে তাদের হারতে হয়েছে বাজেভাবে।

রোববার রাতে লিলের মাঠে ৭-১ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করে পিএসজি। একইসাথে লিগ ওয়ানে প্রথম তিন ম্যাচেই জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে দলটি। ম্যাচে ফরাসি জায়ান্টদের হয়ে হ্যাটট্রিক করেন এমবাপ্পে। হ্যাটট্রিক অ্যাসিস্ট ও জোড়া গোল করেন নেইমার। একটি করে গোল করেন আশ্রাফ হাকিমি ও লিওনেল মেসি।

ম্যাচের শুরুতেই পায়ের ঝলক দেখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। লিওনেল মেসির পা থেকে উড়ে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে মাত্র ৮ সেকেন্ডের মাথায় লক্ষ্যভেদ করেন ফরাসি এই ফরোয়ার্ড। একইসাথে গড়েন লিগ ওয়ানে সবচেয়ে কম সময়ের মধ্যে গোলস্কোরের রেকর্ড। দারুণ সব আক্রমণ করতে থাকা পিএসজির স্কোর দ্বিগুণ করেন লিওনেল মেসি। ২৭তম মিনিটে নুনো মেন্দিসের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্স থেকে দারুণ এক শটে জাল খুঁজে নেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

উড়তে থাকা পিএসজি তৃতীয় গোলের দেখা পায় ৩৯তম মিনিটে। নেইমারের সঙ্গে বল দেওয়া নেওয়ার এক পর্যায়ে নিয়ন্ত্রণে এনে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন আশ্রাফ হাকিমি। চার মিনিট পর গোলের দেখা পান আগের গোলে সহায়তা করা নেইমার। মেসির পা থেকে ছুটে আসা বল নিয়ন্ত্রনে নিয়ে সহজ শটে লক্ষ্যভেদ করতে ভুলেননি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ৪-০ গোলের বড় ব্যবধানে থেকে প্রথমার্থ শেষ করে পিএসজি।

বিরতির পর খেলতে নেমে আগের মতোই দারুন সব আক্রমণ করে যায় পিএসজি। আবারও গোল পান নেইমার। ৫২তম মিনিটে বক্সে থাকা বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় লিলে। সুযোগ পেয়ে হাকিমির সাইডপাস ধরে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৫৪তম মিনিটে কাউন্টার আক্রমণে দলের হয়ে এক গোল শোধ দেন লিল মিডফিল্ডার জোনাথান বোম্বা। কিন্তু এতে একটুও থামেনি পিএসজির আক্রমণ।  

৬৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান এমবাপ্পে। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে এসে তাকে লক্ষ্য করে বক্সে পাস দেন নেইমার। সহজ শটে গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হননি ফরাসি ফরোয়ার্ড। ৮৭তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এবারও নেইমারের অ্যাসিস্ট। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের বাকানো পাস থেকে বল পেয়ে জাল খুঁজে নেন এমবাপ্পে। বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে গালতিয়েরের শিষ্যরা।