• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা

বানারীপাড়ায় ট্রিপল মার্ডার: প্রবাসীর স্ত্রী কারাগারে

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  


 বরিশালের বানারীপাড়ায় ট্রিপল মার্ডারের ঘটনায় প্রবাসী আব্দুর রবের স্ত্রী মিশরাত জাহান মিশুকে রিমান্ড শেষে আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে রিমান্ড শেষে বানারীপাড়া থেকে বরিশালে আনা হয় প্রবাসীর স্ত্রী ও মামলার আসামি মিশরাত জাহান মিশুকে। এরপর তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের আদালতে হাজির করে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৭ ডিসেম্বর কুয়েত প্রবাসী আব্দুর রব হাওলাদারের বাড়িতে তার মাসহ দুই কাছে আত্মীয়কে হত্যা করা হয়।

এ ঘটনায় ওই বাড়ির নির্মাণ কাজ করা রাজমিস্ত্রী ও ভণ্ড ফকির জাকির হোসেন ও তার সহযোগী জুয়েল হাওলাদারকে ওই দিনই গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যানুসারে প্রবাসীর মিশরাত জাহান মিশুকে ৯ ডিসেম্বর গ্রেফতার করে পুলিশ। তিনদিনের রিমান্ড শেষে বুধবার তাকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল  জানান, রিমান্ডে থাকাকালীন মিশু বেশ কিছু তথ্য দিয়েছেন। যা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে হত্যায় প্রধান অভিযুক্ত জাকির হোসেন নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের রাজপাশা গ্রামের বাসিন্দা। রাজপাশা গ্রামের রত্তন মাঝি সর্ম্পকে তার নানা হয়। মূলত নানা বাড়িতে থেকেই জাকির বড় হয়েছে। কিন্তু তার বাবার বাড়ি বরগুনা জেলার বেতাগীতে। বাবার মৃত্যুর পর মায়ের সঙ্গে নলছিটির নানার বাড়িতে এসে আশ্রয় নেয় জাকিরের মা। জাকিরের আরও এক ভাই রয়েছেন যার নাম জাফর। এছাড়া জাকির ইতোমধ্যে একাধিক বিয়ে করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।