• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা

ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৫

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৯  

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভর্তি পরিক্ষায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতির চেষ্টাকালে ৪ কেন্দ্র থেকে মোট ৫ জনকে আটক করা হয়েছে। পরে তাদের পুলিশে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আটকৃতরা বগুড়া 'অন্বেশা অ্যাডমিশন অ্যান্ড ইনফরমেশন সেন্টারের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্র থেকে দুইজন, মইনুদ্দিন আদর্শ মহিলা কলেজ থেকে একজন, সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন এবং সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট থেকে এক পরিক্ষার্থীকে আটক করা হয়। তারা সবাই বিজ্ঞান অনুষদভুক্ত 'বি' ইউনিটের পরীক্ষার্থী ছিলেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, আটককৃতদের কাছ থেকে সিমকার্ডযুক্ত ক্যালকুলেটর জব্দ করা হয়েছে। ওই ক্যালকুলেটরে সিম ব্যবহার করে উত্তর আদান-প্রদানের চেষ্টা করেন তারা। আটককৃতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট কেন্দ্র পরিদর্শক শাবির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মোছাদ্দেক আহমেদ চৌধুরী জানান, জালিয়াতিতে আটককৃত সবাই বগুড়া থেকে এসেছিল।

প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ জানান, আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রসহ নগরীর মোট ৩২টি কেন্দ্রে ‘এ’ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৪৬টি কেন্দ্রে ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়।

এ বছর শাবিপ্রবিতে ১ হাজার ৭০৩টি আসনের বিপরীতে মোট ৭১ হাজার ১৮ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেন। সে হিসেবে প্রতিটি আসনের জন্য ভর্তিযুদ্ধে লড়েন ৪২ জন শিক্ষার্থী।