• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা

রাজস্ব আয়ের গতি ঊর্ধ্বমুখী

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০  

নিম্নমুখী ধারা থেকে বেরিয়ে এসেছে সরকারের আর্থিক জোগানদাতা রাজস্ব খাত। পরপর দুই মাস ধরে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বা রাজস্ব আদায়ের গতি বেড়ে গেছে। সর্বশেষ গত ডিসেম্বরে রাজস্ব আয়ের প্রবৃদ্ধি হয়েছে ২২ শতাংশের মতো। আগের মাস নভেম্বরে রাজস্ব আয়ের প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৭৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, গত ডিসেম্বরে রাজস্ব আয়ের প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৯২ শতাংশ। ২০১৮ সালের ডিসেম্বরে রাজস্ব আয় হয়েছিল ১৮ হাজার ৩৩৩ কোটি ১৪ লাখ টাকা। ২০১৯ সালের ডিসেম্বরে রাজস্ব আয় হয়েছে ২২ হাজার ৩৫২ কোটি ৬৭ লাখ টাকা। অর্থাৎ গত বছরের ডিসেম্বরের চেয়ে এই বছরের ডিসেম্বরে রাজস্ব আয় বেড়েছে ৪ হাজার ১৭ কোটি টাকা।

এ প্রসঙ্গে ভ্যাট কমিশনারেট ঢাকা (পশ্চিম) এর কমিশনার ড. মঈনুল খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জানুয়ারি পর্যন্ত শুধু ঢাকা পশ্চিমে ২৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অন্যান্য অঞ্চলেও প্রবৃদ্ধি ভালো হচ্ছে। এর প্রভাব পড়েছে জাতীয় পর্যায়ে।’ তিনি বলেন, ‘এনবিআরের নতুন চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী, আমরা রাজস্ব আয় বাড়ানো চেষ্টা করছি। মনিটরিং ব্যবস্থা আগের চেয়ে জোড়দার করার পাশাপাশি বর্তমানে আমরা সুশাসনের দিকে নজর দিয়েছি। নতুন চেয়ারম্যানের নির্দেশনা ছিল— ব্যবসা ও রাজস্ববান্ধব পরিবেশ তৈরি করা। আমরা সেটা করেছি। ফলে সার্বিক রাজস্ব আয়ে এর ইতিবাচক প্রভাব পড়েছে।’

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, অর্থবছরের প্রথম ৬ মাসে ( জুলাই- ডিসেম্বর) রাজস্ব আয়ের প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ। আগের অর্থ বছরের (২০১৮-১৯) একই সময়ে প্রবৃদ্ধি হয়েছিল ৬  দশমিক ৭৯ শতাংশ। আর গত ২০১৮-১৯ অর্থবছরের পুরো সময়ে (১২ মাস) রাজস্ব আয়ের প্রবৃদ্ধি হয়েছিল ১০ দশমিক ৬৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী এই অর্থবছরের প্রথম ৬ মাসে ( জুলাই- ডিসেম্বর) রাজস্ব আয় হয়েছে ১ লাখ ৬ হাজার ৫৫১ কোটি টাকা। আর আগের অর্থবছরের একই সময়ে রাজস্ব আয় হয়েছিল ৯৭ হাজার ৯৯৩ কোটি টাকা। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় প্রথম ৬ মাসে রাজস্ব আয় বেড়েছে ৮ হাজার ৫৫৮ কোটি টাকা।

চলতি অর্থবছরে সোয়া ৫ লাখ কোটি টাকার বাজেট পাস  হয়েছে। এই বাজেট বাস্তবায়নে এনবিআরকে ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকার রাজস্ব আদায় করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, আগামী ৬ মাসে বাজেট বাস্তবায়নে এনবিআরকে আরও ২ লাখ ১৯ হাজার কোটি টাকা আদায় করতে হবে।