• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা

আজ বন্ধ থাকছে শেবামেকের ল্যাবে করোনা শনাক্তের পরীক্ষা

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৭ জুন ২০২০  

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে (শেবামেক) আরটি-পিসিআর ল্যাবে রোববার (০৭ জুন) করোনা (কোভিড-১৯) ভাইরাস শনাক্তের পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকছে।

ল্যাব ও ল্যাবের যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার জন্য নিয়মানুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পরীক্ষা কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শেবামেকের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আকবর কবির।

তিনি জানান, যেহেতু আমরা জীবাণু নিয়ে কাজ করি, তাই নিয়মানুযায়ী কিছুদিন পর পর পুরো ল্যাবটাকেও জীবাণুমুক্ত করতে হয়। অন্যান্য সময় ২ থেকে ৩ সপ্তাহ পর করা হলেও এখন ইমারজেন্সি হওয়ায় এখন প্রায় ২ মাসের কাছাকাছি সময়ে গিয়ে ল্যাবটাকে জীবাণুমুক্ত করা হবে।

তিনি জানান, জীবাণুমুক্ত করতে এক ধরনের গ্যাসের ব্যবহারও করা হয়, সেটি পুরোপুরি কমে না গেলে ভেতরে প্রবেশ করা যায় না, তাই পুরোদিন আমরা সে কাজই করবো।

ডা. আকবর কবির জানান, ল্যাবে শনিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে কোনো কোনো সময় ২৩০টি নমুনাও পরীক্ষা করা হয়। কিন্তু জনবল সংকটের কারণে অতিরিক্ত এ লোড নেওয়া প্রতিনিয়ত সম্ভব হয় না।

এদিকে রোববার ল্যাব বন্ধ থাকার কারনে শনিবার (৬ জুন) বেশ কিছু স্থানে নমুনা সংগ্রহ স্থগিত রাখা হয় বলে জানা গেছে।

তবে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, রোববারের পরীক্ষা থাকলে তারা নমুনা ঢাকায় পাঠানো হবে। বিভাগের অনেক নমুনাই এখনো ঢাকা থেকে হয়ে আসে। সেই অনুযায়ী ঢাকা থেকে পরীক্ষা করা হবে।

বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, একটি সিডিউল করা হয়েছে, সে অনুযায়ী রোববার পরীক্ষা বন্ধ থাকবে। এজন্য ইতোমধ্যে স্বাস্থ্যবিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয়েছে।