• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

শীতের ছুটিতে জ্যাকব টাওয়ারে পর্যটকদের ভীড়

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৯  

শীতে ছুটির দিন গুলোতে এখন পর্যটকদের ভীর জমে উঠেছে। ভোলা থেকে ৭০কি.মি দূরত্বে অবস্থিত চরফ্যাশন দৃষ্টি নন্দন জ্যাকব টাওয়ার। দেশের পর্যটকদের এক নতুন দিগন্ত। প্রকৃতির সৌন্দর্যে ভরপুর এই দ্বীপে পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে এ টাওয়ার। প্যারিসের আইফেল টাওয়ারের আদলে নির্মিত উপমহাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ারটি দৃষ্টিনন্দন স্থাপনা হিসেবে এরই মধ্যে পরিচিতি পেয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২৪ জানুয়ারি/২০১৮ তারিখে এটির শুভ উদ্বোধন করেছেন। ১৯ তলাবিশিষ্ট ২২৫ ফুট উচ্চতর টাওয়ারটি অনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ভোলায় পর্যটনশিল্পের সম্ভাবনার নতুন দ্বার উম্মেচিত হবে বলে আশা করা হচ্ছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ চরফ্যাশনের দৃষ্টি নন্দন জ্যাকব টাওয়ার উদ্বোধন শেষে সুধি সমাবেশে বলেন, চরফ্যাশনে পর্যটন শিল্পে নতুন এক দিগন্তের সূচনা হলো। বুধবার আড়াইটা চরফ্যাশন সরকারি টি.বি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উদ্বোধনের রাষ্ট্রপতি আবদুল হামিদ  বলেছিলেন, চরফ্যাশনের রাস্তা-ঘাট, শিক্ষা-প্রতিষ্ঠান, বিভিন্ন অবকাঠামোসহ সার্বিক উন্নয়নের চিত্র দেখে আমি অভিভূত ও আনন্দিত।

ভোলার চরফ্যাশনের উন্নয়ন এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কথা দীর্ঘদিন ধরে শুনে আসছি। আজ বাস্তবে এসে দেখে আমি মুগ্ধ। আপনাদের ভোটে পরপর দু‘দুবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের নের্তৃত্বে এই এলাকার উন্নয়ন কর্মকান্ড এগিয়ে যাচ্ছে। পর্যটন শিল্পের বিকাশ নিশ্চিত করতে পর্যটকের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়াতে হবে।

সে চিন্তা ধারা থেকে আপনাদের প্রিয় নেতা জ্যাকবের উদ্যোগ এবং চরফ্যাশন পৌরসভার তত্বাবধানে ১৮তলা বিশিষ্ট ২২০ফুট উচ্চা সম্পন্ন টাওয়ার নির্মাণ একটি যুগান্তকারি প্রদক্ষেপ। এই টাওয়ার দেশ-বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে ইতিবাচক অবদার রাখবে। দক্ষিন পুর্ব এশিয়ার সর্বাধুনিক ও সু-উচ্চ “জ্যাকব টাওয়ার” দরজা খুলে দেয়া হয়েছে। বাংলাদেশ পর্যটন শিল্পের এক নতুন দিগন্ত উম্মোচন হয়েছে।

পৌর নির্বাহী প্রকৌশলী সামীম হাসান বলেন, চরফ্যাশন পৌরসভার বাস্তবায়নে পর্যটন শিল্পের এই সম্ভাবনায় চরফ্যাশন সদরে যুক্ত হয়েছে ২২৫ ফুট উচ্চতর ‘জ্যাকব টাওয়ার’। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে প্রায় এক একর জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে এই টাওয়ার। টাওয়ারের স্বপ্নদ্রষ্টা হলেন সাবেক পরিবেশ, বন  ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রালয়ের উপমন্ত্রী আবদুল¬াহ আল ইসলাম জ্যাকব এমপি।

পৌর সভার ৪নং ওয়ার্ডে কলেজ রোডের বাজারের প্রাণকেন্দ্র দৃষ্টিনন্দন ফ্যাশন স্কয়ারের পাশে নির্মিত টাওয়ারটির উদ্বোধনের মধ্য দিয়ে শুধু দেশ নয়, আন্তর্জাতিক ভাবেও বাংলাদেশকে একটি ভিন্ন পরিচিতি এনে দিয়েছে।

টাওয়ারটির ডিজাইন করছেন স্থপতি কামরুজ্জামান লিটন। ২০১৩ সালের ফেব্রুয়ারী মাসের এর নির্মাণ কাজ শুরু হয়। মাটির ৭৫ ফুট নিচ থেকে ঢালাই-পাইলিং ফাউন্ডেশনের ওপর সম্পূর্ণ ইস্পাত দিয়ে নির্মিত টাওয়ারটি আট মাত্রার ভূমিকম্প সহনশীল। টাওয়ারের চূড়ায় ওঠার জন্য সিঁড়ির সঙ্গে রয়েছে ১৩ জন ধারণক্ষমতাসম্পন্ন লিফট। টাওয়ারে উঠতে জনপ্রতি প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। চরফ্যাশন পৌরসভা টাওয়ার সংলগ্ন এলাকায় আরো ২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছে দেশের বৃহত্তম সুইমিংপুল, ২০ হাজার লোকের ধারণক্ষমতাসম্পন্ন ফ্যাশন স্কয়ার ও আধুনিক মানসম্পন্ন একটি শিশু পার্ক।

পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ বলেন, টাওয়ারের স্বপ্ন দৃষ্টা সাবেক উপমন্ত্রী জ্যাকব চরফ্যাশনে ম্যাজিকের মত উন্নয়ন করেছেন। চরফ্যাশন-মনপুরা বাসী যা কল্পনাও করেননি তা নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন। পৌর সভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা তালুকদার মোহাম্মদ ইউনুছ বলেন, এটি চরফ্যাশন তথা ভোলাবাসীর জন্যে আনন্দের বিষয়। চরফ্যাশনকে দেশ বিদেশে পরিচিত করার জন্যে মাধ্যম বলে আমরা মনে করি।

ঢাকা থেকে আসা পর্যটক ফরহাদ হোসেন বলেন, আমি শুক্রবারে এসে মনোরম পরিবেশে অবস্থিত চরফ্যাশনে জ্যাকব টাওয়ারের চূড়ায় উঠেছিলাম। এ অঞ্চলে এত সুন্দর টাওয়ার যা আসলে বুঝা ও চিন্তাও করা যাবেনা। সেখান থেকে সন্ধ্যায় সাড়ে ৭টায় ড্যান্সিং ফোয়ারায় গানে গানে মাতিয়ে তোলেছে সকল পর্যটক প্রেমী সাধারণ দর্শনার্থীদেরকে। ঢাকা, বরিশালসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় সহস্ত্রাধিক পর্যটক জ্যাকব টাওয়ার, ফ্যাসন স্কয়ার ও শেখ রাসেল বিনোদন কেন্দ্র ও শিশু পার্কে ভীর ছিল।