• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

সাকিব আজ খেলবেন, দেশে ফিরবেন ২৮ এপ্রিল

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯  

স্কোয়াডের সিংহভাগ ক্রিকেটার ব্যস্ত থাকলেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হয়ে গেছে গতকাল থেকেই। যাতে প্রথমদিন উপস্থিত ছিলেন মাত্র ৫ ক্রিকেটার। চলতি লিগের কারণে অনুশীলনে অংশ নেননি ১১ জন এবং আইপিএল খেলতে ভারতে থাকায় ছিলেন না দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান।

যেহেতু সাকিব আইপিএলে ম্যাচ পাচ্ছেন না, তাই তাকে দেশে ফিরে আসতে চিঠি দিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রাথমিকভাবে জানা গিয়েছিল প্রস্তুতি ক্যাম্প শুরুর আগেই দেশে ফিরে আসবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। কিন্তু ক্যাম্প শুরুর পরদিনও দেশে ফেরেননি সাকিব। তাহলে কবে ফিরছেন তিনি?

আজ জানা গেলো সে তথ্য। টানা ৮ ম্যাচ বেঞ্চে বসে থাকলেও সানরাইজার্স হায়দরাবাদের পরবর্তী দুই ম্যাচের একাদশে থাকবেন সাকিব এবং দেশে ফিরবেন ২৮ এপ্রিল। সাকিবের গুরুজন এবং কোচ মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন এ তথ্য।

সাকিব আল হাসানের অনুরোধে তার সঙ্গে একান্ত অনুশীলনের জন্য গত ১৩ এপ্রিল হায়দরাবাদ গিয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। সেখানে সাকিবের খরচেই ১০ দিন থেকে দেশে ফিরে এসেছেন সালাউদ্দিন। প্রাথমিকভাবে পরিকল্পনা ছিলো সাকিবকে সঙ্গে নিয়েই ফিরবেন সালাউদ্দিন।

কিন্তু বাঁধ সেধেছে হায়দরাবাদ কর্তৃপক্ষ। কারণ তাদের দল ছেড়ে দেশে ফিরে যাবেন দুই তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো। এ দুই খেলোয়াড় চলে যাবেন বলে সাকিব আল হাসানকে একাদশে নেয়ার পরিকল্পনাই করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

হায়দরাবাদের পরবর্তী তথা মৌসুমের দশম ম্যাচ আজ রাতে, বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। এ ম্যাচে খেলবেন সাকিব আল হাসান। শুধু তাই নয়, আগামী ২৭ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ খেলে পরদিন দেশে ফিরবেন সাকিব। এসব তথ্য জানিয়েছেন হায়দরাবাদ থেকে আসা সালাউদ্দিন।

বাংলাদেশ দলের সঙ্গে দীর্ঘদিন কাজ করা সালাউদ্দিন বর্তমানে কর্মরত রয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের কোচ হিসেবে। তার বর্তমান আবাসস্থলই বলা চলে বিকেএসপিকে। তাই দেশে ফিরে সোজা বিকেএসপিতে চলে গেছেন তিনি।

যেখানে আজ শিরোপার লড়াইয়ে মাঠে নেমেছে আবাহনী লিমিটেড। এ ম্যাচ দেখতে মাঠে যেতেই সালাউদ্দিনের সঙ্গে দেখা এ প্রতিবেদকের। পরে সালাউদ্দিনের কাছ থেকে প্রিয় শিষ্য সাকিবের কথা জানতে চাওয়া হলেই তিনি জানান সাকিবের ফেরার তথ্য।

তিনি বলেন, 'হায়দরাবাদ থেকে দুই-তিনজন খেলোয়াড় চলে যাবে। যে কারণে তারা এখনই সাকিবকে ছাড়তে রাজি নয়। আজকের ম্যাচে (চেন্নাইয়ের বিপক্ষে) খেলবে সাকিব। এমনকি পরের ম্যাচেও ওকে নেয়ার কথা জানিয়েছে দলটি। পরে ২৮ এপ্রিল দেশে ফিরে আসবে সাকিব।'

এদিকে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের উদ্দেশ্যে আগামী ১ মে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। মূলত সে কারণেই ২৮ এপ্রিল দেশে ফিরে আসবেন সাকিব। নতুবা আইপিএলের সবগুলো ম্যাচ খেলেই দেশে ফিরতেন তিনি।