• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোচট খেলো টাইগাররা

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯  

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে মাঠের লড়াইয়ে মুখোমুখি আত্মবিশ্বাসী বাংলাদেশ। আগে ব্যাট করে টাইগার বোলারদের চাপ কাটিয়ে ৬ উইকেটে ১৬৪ রান তুলে নিয়েছে আফগানিস্তান। জিততে হলে আফগান জুজু কাটিয়ে বাংলাদেশকে সংগ্রহ করতে হবে ১৬৫ রান। 

কিন্তু সেই আবার শুরুতেই ধাক্কা খেলো বাংলাদেশ। প্রথম দুই ওপেনার লিটন-মুশফিককে হারিয়ে বিপদে বাংলাদেশ পর পর ২ ওভারেই তাদেরকে প্যাভিলিয়নে ফেরান আফগান বোলাররা। এই রির্পোট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪ ওভারে ৩০ রান ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটে নামে সফরকারী আফগানিস্তান। শুরুতেই তাদের উপর চড়াও হয় টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ম্যাচের প্রথম বলে আফগান ওপেনার রহমাতউল্লাহ গুরবাজকে বোল্ড করে তাক লাগিয়ে দেয় এই টাইগার বোলার। পরের ওভারেই বলে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। তিনিও কম যান না। নিজের চতুর্থ বলে হযরতুল্লাহ জাজাইকে লিটন দাসের কাছে ক্যাচ বানিয়ে ঘরে ফেরান আফগানদের যখন দলীয় রান ১০।

ফের আফগান শিবিরে আঘাত হানেন সাইফউদ্দিন।  তার শেষ বলে ক্যাচ তুলে দেন নাজিব তারাকাই। ক্যাচটি লুফে নেন সাব্বির রহমান। দলীয় ১৯ রানে ৩ উইকেট হারান আফগানরা। ফের সাকিবের কাছেই ধরা দিলেন আফগান ব্যাটসম্যান নাজিবুল্লাহ জারদান। ব্যাক্তিগত ৫ রানে সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে দেন এ ব্যাটসম্যান। তারপরই আসগর আফগান ও মোহাম্মদ নাবিতে পথ খুঁজতে থাকে আফগানিস্তান।

তাইজুল ইসলামের ১৪ তম ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দেন আসগর আফগান। কিন্তু আজ ভাগ্য আসগরের পক্ষেই ছিল। তাইজুলের বল নো হওয়াতে আবার জীবন ফিরে পান আসগর। তবে সাইফউদ্দিনকে ফেরাতে পারেনি আসগর । সাব্বিরের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আসগর। ফেরার আগে তুলে নেন ৪০ রান। এর পর আবারো সেই সাইফউদ্দিনে ধরা পড়ল আফগানরা।  একই ওভারে শূন্য রানে বোল্ড করলেন গুলবাদিন নাইবকে। যদিও শেষ বলে  করিম জানাত ক্যাচ তুলে ছিলেন কিন্তু মিস করেন মুস্তাফিজ।

এরপর আর কোন উইকেটের দেখা পায়নি টাইগার বোলাররা। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ১৬৪ রান। দলের হয়ে মোহাম্মদ নাবী ৮৪ ও আসগর আফগান ৩৯ রান সংগ্রহ করেন।

বাংলাদেশের হয়ে সাইফউদ্দিন একাই তুলে নিয়েছেন আফগানদের ৪ উইকেট। সাকিব নিয়েছেন ২ উইকেট।

প্রথম খেলায় জয় পাওয়ায় আফগানদের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামে বাংলাদেশ দল। ত্রিদেশীয় সিরিজে শুভসূচনা করে দুই দলই। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। একই প্রতিপক্ষের বিপক্ষে আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে জিতেছে ২৮ রানে।