• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান

ছাত্রদলের কমিটি : টাকার কাছে যোগ্যতার পরাজয়ের শঙ্কা!

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২০ আগস্ট ২০১৯  

ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হতে মনোনয়নপত্র কিনেছেন মোট ১০৮ জন। এর মধ্যে ৪২ জন সভাপতি পদে এবং ৬৬ জন সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়নপত্র কিনেছেন।

ছাত্রদলের কমিটি গঠন নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে ছাত্র সংগঠনটির অভ্যন্তরে। গুঞ্জন উঠেছে, লন্ডন ও ঢাকার সমন্বয়ে ছাত্রদলের এই গঠন করা হবে। মনোনয়ন বিক্রি দেখিয়ে মূলত বিক্ষুব্ধদের কৌশলে শান্ত করার চেষ্টা করেছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। তারেক রহমানের পছন্দের সভাপতি এবং মির্জা ফখরুলের পছন্দের সাধারণ সম্পাদককে নির্বাচিত করা হবে, এমন গুঞ্জনে ছাত্রদলের কমিটির মনোনয়নপত্র সংগ্রহকারী নেতাদের মধ্যে আনন্দের বদলে হতাশা ও অসন্তোষ বিরাজ করছে।

মনোনয়নপত্র সংগ্রহ করা একাধিক ছাত্রদলের পদপ্রত্যাশী নেতাদের সঙ্গে আলাপ করে এমন শঙ্কার বিষয়ে জানা গেছে।

এই বিষয়ে সভাপতি পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা ছাত্রদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মামুন খান বাংলা নিউজ ব্যাংক’কে বলেন, অনেক আশা নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। দলের জন্য অনেক শ্রম দিয়েছি, জেল-জরিমানার শিকার হয়েছি। সর্বাত্মক চেষ্টা করেছি ছাত্রদলকে টিকিয়ে রাখার জন্য। ফরম সংগ্রহ করার পর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের সঙ্গে দেখা করেছি। তিনি বিষয়টি দেখবেন বলেও আশ্বস্ত করেছেন।

তিনি আরো বলেন, তবে গুঞ্জন শুনছি-মনোনয়ন বিক্রি করা হলেও লন্ডনের নির্দেশেই ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। আসলে লোক দেখানোর ভোট হবে, কিন্তু নির্বাচিত হবেন পছন্দের নেতারা। বিষয়টি উদ্বেগজনক ও দুঃখজনক। তবে ছাত্রদলের কমিটি নিয়ে কোন ধরণের কারচুপি করার চেষ্টা করলে আমরা প্রতিহত করবো।

এদিকে সাধারণ সম্পাদক পদের জন্য নারী পদপ্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানসুরা আলম বলেন, সভাপতি পদের জন্য নারীদের গোপনে মনোনয়ন না কেনার নির্দেশনা দেয়া হয়েছে। বিষয়টি নারীর রাজনৈতিক ক্ষমতায়নের অন্তরায়। বিএনপি নেতাদের ভবিষ্যতে এমন মনোভাব দূর করার আহ্বান জানাচ্ছি। দলের জন্য যে শ্রম দিয়েছি, সেই বিবেচনায় সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছি।

তিনি আরো বলেন, তবে যেসব গুঞ্জন শুনছি-তাতে মনে হয় না আমরা মেয়েরা কোন গুরুত্বপূর্ণ পদ পাবো না ছাত্রদলের কমিটিতে। কারণ লন্ডন থেকে নাকি আগেই গোপনে পছন্দের নেতাদের বাছাই করা হয়েছে। আসলে লেজুড়বৃত্তি ও চাটুকারিতা থেকে বের হতে না পারলে বিএনপির রাজনীতি সঠিক পথে ফিরতে পারবে না।