• মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের জনসভায় যাবেন প্রধানমন্ত্রী ক্রীড়ার ভেতর দিয়েই শিশুর সামাজিকীকরণ ঘটে: প্রধানমন্ত্রী জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণের ৪৯তম বার্ষিকী আজ তথ্য অধিকার আইন প্রয়োগে জনগণকে সম্পৃক্ত করার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ চুরি করা অর্থ দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপি কি আসলেই নির্বাচন চায়, তাদের নেতা কে: প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য সমুদ্রগুলো যেন সমৃদ্ধির উৎস হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ পুতুলের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সঠিকভাবে ভোট দেবে: শেখ হাসিনা বাংলাদেশের জনগণই তাদের ‘স্যাংশন’ দিয়ে দেবে: প্রধানমন্ত্রী কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা নির্বাচন বানচালের চেষ্টা হলে বাংলাদেশও নিষেধাজ্ঞা দেবে: প্রধানমন্ত্রী দুর্নীতি ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি বিএনপি: প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় ভিয়েতনাম রোহিঙ্গা প্রত্যাবাসনই বাংলাদেশের অগ্রাধিকার: উজরা জেয়াকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: প্রধানমন্ত্রী

আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে সরকারী তহবিলের অনুদান বিতরণ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২  

আগৈলঝাড়া প্রতিনিধিঃ দুর্গাপূজা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় সরকারী ও মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ(এমপি)’র নিজস্ব তহবিল থেকে অনুদান বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সদরের শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে দুর্গাপূজা উপলক্ষে সরকারী ও মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ(এমপি)’র নিজস্ব তহবিল থেকে অনুদান বিতরণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ ও পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ছরোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুত বখতিয়ার,  পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোশরাফ হোসাইন, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদার, ইলিয়াস তালুকদারসহ প্রমুখ।

সভায় উপজেলার ১৬৩টি পূজা মন্ডপে সরকারী অনুদানের ১৫হাজার ও স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র নিজস্ব তহবিল থেকে ৫হাজার টাকা করে মোট ২০হাজার টাকা প্রতিটি পূজামন্ডপে বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন বলেন, দূর্গাপূজা উদযাপনের জন্য সরকারী ও স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র নিজস্ব তহবিল থেকে ২০হাজার টাকার অনুদান বিতরণ করা হয়। প্রতিবছরই পূজামন্ডপে এই অনুদান বিতরণ করা হয়। বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশী পূজা অনুষ্ঠিত হয় আগৈলঝাড়া উপজেলায়। তার জন্য প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এই উপজেলায়। এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকজনও টহল দিবেন। প্রতিটি এলাকার স্থানীয় দলীয় নেতা-কর্মীরাও সার্বিক তদারকির দায়িত্ব পালন করবেন যাতে কোথায় কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।