• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

আগৈলঝাড়ায় ১০দিনে করোনা টিকা নিয়েছেন ১৬৮৪ জন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২১  

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে করোনা টিকা নিতে ভীর করছেন সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনীর লোকজন।

উদ্বোধনের পর  থেকে আজ বুধবার পর্যন্ত এই ১০দিনে করোনা টিকা নিয়েছেন ১হাজার ৬শত ৮৪জন। টিকা গ্রহনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া না থাকায় উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন শ্রেণীর লোকজন উপজেলা হাসপাতালে করোনার টিকা নিতে ভিড় করছেন। যারা টিকা নিয়েছেন তারা আওয়ামীলীগ সরকারের সংশ্লিষ্ট বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন। উপজেলা হাসপাতালে করোনা টিকা প্রয়োগের ১০দিনে উপজেলা হাসপাতালে আজ বুধবার সকালে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবুল হাশেম, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটনসহ ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনীর লোকজনসহ মোট ১হাজার ৬শত ৮৪জনে  টিকা নিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারী কোভিড-১৯ টিকা কার্যক্রম উদ্বোধনের দিন ১৮ জন, ৮ ফেব্রুয়ারী ২য় দিনে ১৬ জন, ৯ ফেব্রুয়ারী ৩য় দিনে ৩০ জন, ১০ ফেব্রুয়ারী ৪র্থ দিনে ১০৬ জন ও ১১ ফেব্রুয়ারী ৫ম দিনে ২২০জন, ৬ষ্ঠ দিন আজ শনিবার ২৩৭জন, ৭ম দিনে ২৫৮জন, ৮ম দিনে ২০১জন, ৯ম দিনে ২৬৮জন, ১০ম দিনে ৩২০জনসহ মোট ১হাজার ৬ শত ৮৪ জন ব্যক্তি কোভিড-১৯ টিকা গ্রহন করেছেন। এব্যাপারে উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন সাংবাদিকদের জানান, টিকা গ্রহনের লোকসংখ্যা প্রতিদিনই বাড়ছে। আজ বুধবার সকালে উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, আওয়ামীলীগ নেতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনীর লোকজন টিকা নিয়েছেন। অনলাইনে এপর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ৩হাজার ২শত ৩৩জন। টিকা নেওয়ার সময় কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

টিকা নিতে আসা সাংবাদিক সরদার হারুন রানা জানান, টিকা গ্রহনের সময় তেমন কোন ব্যথা অনুভব হয়নি। নেই কোন পার্শ্বপ্রতিক্রিয়াও। কোভিড-১৯ টিকা নিয়ে করোনা থেকে নিজেদের সুরক্ষিত রাখার কথাও বলছেন তিনি। টিকা প্রয়োগের ভয়ভীতি যতটুকু ছিল, এখন তা একেবারেই নেই বলে জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। দিন যতই যাচ্ছে ততই মানুষ উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা হাসপাতালের টিকা কেন্দ্রে এসে টিকা নিচ্ছেন।