• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী

নিখোঁজের ২৯ ঘন্টা পর শিশু জান্নাতকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৬ মার্চ ২০২০  

বানারীপাড়া প্রতিনিধিঃ বানারীপাড়া ফেরী ঘাটের পল্টুন থেকে সন্ধ্যা নদীতে পরে গিয়ে জান্নাত নামের এক শিশু নিখোঁজ হওয়ার ২৯ ঘন্টা পর থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ সোমবার রাত সাড়ে ১২টায় বানারীপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা বন্দর বাজার সংলগ্ন ফেরী ঘাট থেকে নিখোঁজ শিশু জান্নাতকে উদ্ধার করে থানা পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে বানারীপাড়া ফেরীঘাট এলাকার একাধিক সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্ব-উদয়কাঠী গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের মেয়ে ও মলুহার নুরানী মাদরাসার ছাত্রী জান্নাত (৬) চাউলাকাঠী গ্রামের মামা শহীদের বাড়ি থেকে পিতা-মাতার সাথে নিজ বাড়িতে ফেরার পথে ফেরী ঘাটের পল্টুন থেকে সন্ধ্যা নদীতে পরে নিখোঁজ হয়। খবর পেয়ে ওই রাতেই বানারীপাড়া ফায়ার সার্ভিসের সাব অফিসার মো.আবুল হোসেনের নেতৃত্বে একদল ডুবুরী সন্ধ্যা নদীতে নিখোঁজ শিশু জান্নাতকে উদ্ধারের জন্য অভিযান চালায়। রাত ২টার পর তাদের উদ্ধার অভিযান বন্ধ রাখেন এবং তারা পরদিন রোববার সকাল থেকে পূনরায় শিশু জান্নাতকে উদ্ধার অভিযান শুরু করে।
এ ব্যাপারে নিখোঁজ হওয়া শিশুর পিতা মো.জাহাঙ্গীর হোসেন কান্নাজড়িত কন্ঠে জানান, শনিবার সন্ধ্যায় তার স্ত্রী ও শিশু কন্যা জান্নাতকে নিয়ে উপজেলার চাউলাকাঠী গ্রামের বোনজামাই বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার সময় রাত অনুমান সাড়ে ৭টার দিকে বানারীপাড়া ফেরী ঘাটের পন্টুনের ওপর খেয়া পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তারা শিশু জান্নাতকে ওই ফেরীর পন্টুনের পিলারের পাশে (নদীর দিকে) দাড় করে রেখে ছিলেন। হটাৎ করে সে একটি মোবাইল ফোনে কথা বলার সময় তার মেয়ের চিৎকার শুনতে পেয়ে পিছনের দিকে তাকিয়ে আর তাকে না দেখে চিৎকার করে কান্না শুরু করে। তার ধারনা শিশু জান্নাত ফেরীর পিলারের পাশে দাড়িয়ে থাকার সময় পাঁ পিছলে সন্ধ্যা নদীতে পড়ে গেছে। এ সময় ফেরী ঘাটের লোকজন ওই শিশুকে উদ্ধার করার জন্য সন্ধ্যা নদীতে অনেক খোঁজা-খুজি করেন। তারা ওই শিশুকে উদ্ধার করতে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস’র ডুবুরীরা ঘটনাস্থলে গিয়ে শিশু জান্নাতকে উদ্ধার করার জন্য দু’টি ট্রলারে পৃথক ভাবে অভিযান চালায়। সে অনুযায়ী তারা আজ রাত সাড়ে ১২টার দিকে ফেরী ঘাট এলাকা থেকে শিশু জান্নাতকে উদ্ধার করে।

এ ব্যাপারে বানারীপাড়া ফায়ার সার্ভিসের সাব অফিসার মো.আবুল হোসেন বলেন, আমরা মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রেখেছি বলেই সন্ধ্যা নদীতে পরে নিখোঁজ হওয়ার ২৯ ঘন্টা পর শিশু জান্নাত’র লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করতে পেরেছি।