• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

পুলিশের একার পক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯  

 

বরিশালের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম(বার) বলেছেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ, পুলিশের একার পক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সমাজ থেকে সকল অপরাধ-অপকর্ম নির্মূল করতে পুলিশের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, হারতা ইউনিয়নে ঐতিহ্যবাহী বাজার রয়েছে এবং ঐ এলাকায় নদী থাকায় অপরাধীরা যে কোন সময় অপরাধ সংঘটিত করতে পারে। অপরাধের হাত থেকে রক্ষা পেতে সমাজের সকল মানুষকে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার অহবান জানান। বিশৃঙ্খলাকারী যে কোন দলেরই হোক না কেন কারো কোন সুপারিশ গ্রহন করা হবে না। অপরাধীকে আইনের আওতায় আনা হবে। এমনকি ইভটিজারদের কোন ক্ষমা করা হবে না।
এ ছাড়াও তিনি ঘোষনা করেন হারতা বাজার এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হবে।
মঙ্গলবার দুপুর ১২টায় হারতা নবনির্মিত অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়। দুপুর ১টায় হারতা বন্দরে ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসানের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের উজিরপুর উপজেলা শাখার সম্পাদক ও বাজার কমিটির সম্পাদক মিন্টু লাল মজুমদারের সঞ্চালনায় বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (উজিরপুর-বাকেরগঞ্জ সার্কেল) আনোয়ার সাইদ, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এস.এম জামাল হোসেন, ইউপি চেয়ারম্যান ডাঃ হরেন রায়, সাবেক ইউপি চেয়ারম্যান সুনিল বিশ্বাস, হারতা ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক অমল মল্লিক, বিশিষ্ট সমাজসেবক ধীরেন্দ্র নাথ প্রমূখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দিন, এস,আই মাহাতাব উদ্দিন, বশির উদ্দিন, হারতা পুলিশ ক্যাম্প ইনচার্জ এস,আই আজমল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালিস মাহমুদ শাওন, ইউপি সদস্য নিখিল চক্রবর্তী, স্থানীয় সিরাজ হোসেন, কালা মল্লিকসহ বিভিন্ন শ্রেণিপেশার শতশত মানুষ।