• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

দুর্যোগ পরবর্তী করনীয় সভায় আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯  

ঘুর্নিঝড় বুলবুলের ছোবলে লন্ডভন্ড হয়ে গেছে আগৈলঝাড়া উপজেলা। গাছ পড়ে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত, ঝড়ের তান্ডবে গাছ চাপা পড়ে ৫ শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত। পান বরজ বিধ্বস্ত, গবাদী পশুর মৃত্যু। বিধ্বস্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। চার জন হাসপাতালে ভর্তি। উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভায় ক্ষয়-ক্ষতির দ্রুত তালিকা করতে স্থানীয় এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র নির্দেশ। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের সাথে ঘুর্ণিঝড় বুলবুলের দুর্যোগ পরবর্তী করনীয় মতবিনিময় সভায় করেন আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দুর্যোগ পরবর্তি করনীয় সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস, এসিল্যান্ড ফাতিমা আজরীন তন্বী, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবিব, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান বিপুল দাস সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতা-কর্মী ও জনপ্রতিনিধিরা।
সভায় এমপি হাসানাত উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিজের চোখে দেখা ক্ষয়-ক্ষতির বর্ননা করেন ও সবার কাছ থেকে শোনেন। এসময় তিনি প্রশাসনের সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতা কর্মীদের এলাকা ঘুরে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়াতে ও দ্রুত ক্ষয়-ক্ষতির তালিকা তৈরীর নির্দেশ প্রদান করে প্রকৃত ক্ষতিগ্রস্থদের সাহায্য সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এমপি’র নির্দেশ পেয়ে তাৎক্ষনিক মাঠ পর্যায়ে কাজে নেমেছে নেতা কর্মীরা। সভায় জোবারপাড় গ্রামের তিনটি গবাদীপশু মারা যাওয়া মালিক হীরা লাল বৈরাগীকে আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ প্রদান করেন তিনি। এসময় দুর্যোগ মোকাবেলায় ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্দকৃত ২০ মেট্টিক টন চাল ক্ষতিগ্রস্থ অসহায়দের মধ্যে বন্টনের জন্য ইউএনওকে নির্দেশ দেন তিনি।  
উপজেলা কন্ট্রোল রুমের প্রধান উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, রবিবার দুপুরে বয়ে যাওয়া ঘুর্নিঝড় বুলবুলের তান্ডবে প্রাথমিকভাবে ১২৬ হেক্টর জমির পান বরজ, ১৫৫ হেক্টর জমির উফশী বোরো আমন, ৩৮০ হেক্টর জমির স্থানীয় আমন, ১০৫ হেক্টর জমির বোনা আমন, ২০ হেক্টর জমির শাকসবজি, ৩ হেক্টর জমির পেঁপে, ২ হেক্টর জমির কলা ও ৩ হেক্টর জমির বীজতলা নষ্ট হয়েছে।
উপজেলায় ৩শ কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত, ২শ ঘরবাড়ির আংশিক ক্ষতি, অন্তত ৪০ হাজার গাছপালা উপড়ে পরে। জোবারপাড় গ্রামে উপড়ে পড়া গাছের চাপায় হীরা লাল বৈরাগীর তিনটি গরু ঘটনাস্থলেই মারা যায়। গাছ উপড়ে পড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে মুরগীর খামার, মাছের ঘের। তার ছিড়ে, গাছ উপড়ে পরে, খুটি ভেঙ্গে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্থ হয়ে পড়েছে সমগ্র উপজেলার। ঝড়ে বাকাল নিরাঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয়, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের চালা উড়ে গেছে। বিভিন্ন সড়কের পাশে গাছ উপড়ে পরে এলজিইডি’র কাচা পাকা সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার থেকে নেটওয়ার্ক বন্ধ রয়েছে বিভিন্ন ফোন কোম্পানীর।
উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত জানান, ঝড়ে গাছ উপড়ে পরে অশোকসেন গ্রামের মনির মোল্লার মেয়ে জান্নাত খানম(৮), বাকাল গ্রামের মৃত দশরথ মিস্ত্রীর ছেলে কার্তিক মিস্ত্রী (৪০), সেরাল গ্রামের মৃত রতন মল্লিকের ছেলে মনির মল্লিক (৪০), ভদ্রপাড়া গ্রামের মাহাবুব আলমের মেয়ে নিলুফা (২০) আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
কন্ট্রোল রুম সূত্র জানায়, প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির তালিকা করা হলেও সংশ্লিষ্ঠরা মাঠ পর্যায়ে প্রকৃত ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরির জন্য কাজ করছেন। সোমবার দুপুরের ঝড়ে মহাসড়ক ও সড়কের উপর উপড়ে পড়া গাছ কেটে পরিস্কার করছেন প্রশাসন ও স্থানীয় নেতা কর্মীরা।