• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৫ ১৪৩০

  • || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
শেখ হাসিনার মানবাধিকারের বড় দৃষ্টান্ত ১০ লাখ রোহিঙ্গা পুনর্বাসন নির্বাচন বানচালে সহিংসতা, মিথ্যাচার করছে বিএনপি-জামায়াত: জয় ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর এদেশে মানবাধিকার বলে কিছু ছিলো না’ ছেলেমেয়েরা যেন সমানতালে এগিয়ে যায়–সেই পদক্ষেপ নিয়েছি বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছি: প্রধানমন্ত্রী পাঁচ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বিশ্বে অনুকরণীয়: প্রধানমন্ত্রী বেগম রোকেয়া নারীর জীবন পরিবর্তনের ধারার সূচনা করেছিলেন : রাষ্ট্রপতি গণহত্যা প্রতিরোধে বিশ্বের সম্মিলিত শক্তিকে কাজে লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর সায়মা ওয়াজেদের জন্মদিন আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবকে সব সময় হৃদয়ের কাছাকাছি পেয়েছি: প্রধানমন্ত্রী আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস আজ আজ স্বৈরাচার পতন দিবস সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী

উজিরপুরে ১ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ব্রীজ উদ্বোধন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩  

বরিশালের উজিরপুরে ১ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত গার্ডার ব্রীজ উদ্বোধন করেন বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম। উপজেলা এলজিইডি বিভাগের উদ্যোগে ১৪ নভেম্বর বিকেলে উজিরপুর উপজেলার গাববাড়ি নুরিয়া মাদ্রাসা-মানিক হাওলাদারের বাড়ি সংলগ্ন ঠান্ডার খালের উপর ১ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত গার্ডার ব্রীজ নির্মাণ শেষে লোকজনের চলাচলের জন্য উদ্বোধন করেন বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গাববাড়ি নুরিয়া মাদ্রাসা-মানিক হাওলাদারের বাড়ি সংলগ্ন ঠান্ডার খালের উপর লোকজন ও মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলের সুবিধার জন্য দীর্ঘদিন ধরে একটি ব্রীজ নির্মানের দাবী করে আসছিল স্থানীয়রা। তাদের দাবীর কারনে স্থানীয় সংসদ সদস্য মো.শাহে আলম ওই স্থানে ২০২৩ সালের জানুয়ারী মাসে ১ কোটি ১৫ লক্ষ ৮৭ হাজার টাকায় গার্ডার ব্রীজ নির্মানের জন্য টেন্ডার আহবান করেন উপজেলা এলজিইডি বিভাগ। টেন্ডারে একটি ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পেয়ে সম্প্রতি ব্রীজের নির্মাণ কাজ শেষ করেন। ১৪ নভেম্বর বিকেলে গার্ডার ব্রীজটি বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলমকে দিয়ে উদ্বোধন করান।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবাহী কর্মকর্তা ফারিয়া তানজিন, উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা প্রকৌশলী সুব্রত দাস, উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা অয়ন সাহা ও ইউপি চেয়ারম্যান শাহিন আলমসহ প্রমুখ।

এসময় বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম বলেন, উজিরপুর উপজেলার সকল ইউনিয়নের গুরুত্বপূর্ন স্থানের খালের উপর ব্রীজ নির্মাণ করা হয়েছে। এরপরেও কোন স্থানে ব্রীজের প্রয়োজন হলে সেই সকল স্থানে ব্রীজ নির্মাণ করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে ভোট দিয়ে বিজয়ী করলে বাকী কাজগুলো দ্রুতগতিতে শেষ করা হবে।