• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

সু চি’র সাফাইয়ের তীব্র নিন্দা আন্তর্জাতিক একাধিক সংস্থার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯  

আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি’র সাফাইয়ের তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।

মিয়ানমারের মিথ্যাচারকে ইচ্ছেকৃত, প্রতারণাপূর্ণ ও বিপজ্জনক আখ্যা দিয়ে বিশ্লেষকরা বলছেন, রাখাইন গণহত্যা অস্বীকারের মধ্য দিয়ে চলমান সংকট যেন ঢাকা না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

এদিকে, ভোল পাল্টে রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের পক্ষে আইনি লড়াই করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন কানাডীয় আইনজীবী উইলিয়াম সাবাস।

আন্তর্জাতিক আদালতে অং সান সু চি'র সাফাই নিয়ে তীব্র নিন্দার ঝড় এখন বিশ্বজুড়ে। রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলায় তিনদিনের শুনানিতে নির্লজ্জ মিথ্যাচার করে সু চি। গণহত্যায় জড়িত সেনাদের পক্ষে সাফাইকে প্রতারণাপূর্ণ আখ্যা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংস্থটির বিবৃতিতে বলা হয়, শুনানিতে একবারের জন্যও রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করেননি সু চি। এমনকি মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর যে মাত্রার অত্যাচার চালিয়েছে তার ধারে কাছেও যাননি তিনি।

রোহিঙ্গাদের অধিকার রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে আদালত ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।

সেনাবাহিনীর পক্ষে সাফাই গাওয়ায় সু চি'র তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় রোহিঙ্গা কাউন্সিলও। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, সু চির নাকের ডগায় মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালালেও সজ্ঞানে এড়িয়ে গেছেন তিনি। আন্তর্জাতিক আদালতে মিথ্যাচারের মধ্য দিয়ে সু চি'র নেতৃত্ব ও নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলেও মনে করছে সংগঠনটি।

এদিকে, মিয়ানমারের পক্ষে আইনী লড়াই করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন কানাডার আইনজীবী উইলিয়াম সাবাস। ২০১০ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিকল্পিত হামলার একটি গবেষণার সঙ্গে জড়িত ছিলেন তিনি।

এর তিন বছর পর গণমাধ্যম আলজাজিরার এক তথ্যচিত্রে, রোহিঙ্গা নির্যাতনকে গণহত্যার ইঙ্গিত বলে সতর্ক করেন উইলিয়াম সাবাস। ছয় বছরের মাথায় নিজের অবস্থান পাল্টে মিয়ানমারের পক্ষে ওকালতি করেন তিনি। তবে নিজের অবস্থান পাল্টানোকে মোটেই অপরাধ হিসেবে দেখছেন না এই আইনজীবী।

মিয়ানমারের আইনজীবী উইলিয়াম সাবাস বলেন, আমি একজন আন্তর্জাতিক আইনজীবী। আন্তর্জাতিক মামলা নিয়ে আমি কাজ করি। বাদী বিবাদী উভয় পক্ষের নিজেদের যুক্তিতর্ক উপস্থাপন করার অধিকার আছে। মানুষ তা না বুঝলে সেটা তাদের সমস্যা।

শুধুমাত্র পেশার খাতিরেই এই মামলা লড়াইয়ের সঙ্গে সম্পৃক্ত হওয়া বলেও দাবি করেন উইলিয়াম।