• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাতরোগ সম্পর্কে সচেতনতা জরুরি

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯  

হাড়, জোড়া ও মাংসপেশির বিনা আঘাতজনিত দীঘস্থায়ী যে কোনো ব্যথাকে সাধারণ মানুষ বাতরোগ বলে মনে করে থাকেন। বাতবিজ্ঞান বা রিউম্যাটোলজি চিকিৎসাবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। তবে এর অনেক প্রশাখাও রয়েছে। বাত বিভিন্ন ধরনের হয়ে থাকে। এ রোগের চিকিৎসা পদ্ধতিও আলাদা আলাদা। সহজ বাংলায় বাতরোগের মতো জটিল বিষয় বর্ণনা করা কঠিন।

আমাদের দেশের অসংখ্য মানুষ, বিশেষ করে বয়স্করা ঘাড়, কোমর, হাঁটু বা কাঁধ ব্যথায় বেশি ভুগে থাকেন। এ রোগ সম্পর্কে সাধারণ জ্ঞান ও সচেতনতা এটি প্রতিরোধ ও প্রতিকারে সহায়ক ভূমিকা পালন করতে পারে। শুধু তা-ই নয়, রোগীকে রোগ ও এর চিকিৎসা সম্পর্কে তথ্য প্রদান আধুনিক চিকিৎসাবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ। রোগের চিকিৎসা পদ্ধতি ও ব্যয় সম্পর্কে জানার মাধ্যমে রোগী আত্মবিশ্বাস ফিরে পেতে পারেন, চিকিৎসা গ্রহণও তার পক্ষে সহজতর হয়। এ ছাড়া চিকিৎসকের পক্ষেও চিকিৎসা প্রদান সহজ হয় এবং উন্নত হয় চিকিৎসক ও রোগীর সম্পর্কও।

বাতরোগকে একসময় চিকিৎসা বিজ্ঞানের সিন্ড্রেলা মনে করা হতো। বাস্তবতা হলো, এ রোগে মানুষ দীর্ঘদিন ভুগে একসময় পঙ্গু হয়ে যেত। অবশ্য এখনো যে পঙ্গু রোগীর সংখ্যা কম, তা নয়। তবে আধুনিক চিকিৎসায় কিছু বাতরোগ সম্পূর্ণ ভালো হয়ে যায়, কিছু আংশিক ভালো হয় বা নিয়ন্ত্রণে থাকে, কিছু স্থায়ী পঙ্গুত্বের দিকে অগ্রসর হয়।

বাতরোগ নিয়ে অনেক ভুল ধারণা আছে। অনেকে মনে করে থাকেন, দীর্ঘস্থায়ী ব্যথা হলেই তা বাতরোগ। এমন ভাবনা মোটেও ঠিক নয়। কারণ একটি বাক্যে এ রোগ সংজ্ঞায়িত করা যায় না। স্পন্ডালাইটিস, অস্টিওআর্থ্রাইটিস ও অস্টিওপোরোসিসের মতো হাড়ের ক্ষয়জনিত রোগ থেকে শুরু করে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউন সিস্টেম আক্রান্ত হওয়ার মতো জটিল রোগ লুপাস, রিউম্যাটয়েট আর্থ্রাইটিস কিংবা ভাস্কুলাইটিস পর্যন্ত সবই বাতরোগের অন্তর্ভুক্ত।

যে কারণে হয় : বাতরোগ হওয়ার অনেক কারণ আছে আবার নির্দিষ্ট কোনো কারণ নেইÑ দুটিই সত্য। কারণ আবিষ্কার নিয়ে গবেষণার অন্ত নেই। বেশিরভাগ ক্ষেত্রেই রোগগুলো মাল্টিফ্যাক্টরিয়াল অর্থাৎ জেনেটিক প্রবণতার পাশাপাশি ট্রিগারিং এজেন্টও রয়েছে।

সবশেষে বলি, বাতরোগ নিয়ে একুশ শতকের প্রথম দশক বিশ্ব স্বাস্থ্য সংস্থা হাড় ও জোড়া রোগের দশক হিসেবে ঘোষণা করেছে। এ রোগ নিয়ে বিশ্বব্যাপী চলছে বিস্তর গবেষণা। লক্ষ্য, মানুষের মধ্যে এ সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তোলা। বাতরোগ সম্পর্কে আমাদের প্রত্যেকের সচেতন হওয়া খুব জরুরি। বলি, নিজে সচেতন হোন, অন্যকে সচেতন হতে উদ্বুদ্ধ করুন। এবার চিকিৎসক, সমাজকর্মী থেকে শুরু করে সবার এগিয়ে আসা উচিত।

লেখক : অধ্যাপক, মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়

চেম্বার : এসপিআরসি অ্যান্ড নিউরোলজি হাসপাতাল, ইস্কাটন রোড, ঢাকা