• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা

বাংলাদেশি গায়িকার মিউজিক ভিডিওতে ‘বিগবস` খ্যাত মডেল

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১  

নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী তাসনিম আনিকার নতুন গান ‘পরান বন্ধু’ সামনে আনল নতুন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস। গত রবিবার প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো গানটি। প্রকাশের এক দিনেই তিন মিলিয়নের কাছাকাছি দর্শক-শ্রোতা গানটি শুনেছে।

নাজমুস সাদাত নাজিম ও কৌশিক হোসেন তাপসের যৌথ কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন তাপস নিজেই।

‘পরান বন্ধু তোরই লাগি, পন্থ চাইয়া বইসা থাকি, পার হইয়া যায় কত রাত্রি, পার হয় কত পথ’—এমন কথার ফোক ঘরানার গানটি প্রসঙ্গে আনিকা বলেন, 'কৌশিক হোসেন তাপস স্যারের সঙ্গে কাজ করব—এটা আমার জন্য স্বপ্ন ছিল। যা পূরণ হলো এ গানটির মধ্য দিয়ে। সবচেয়ে আবেগের বিষয়টি হলো, এটি উনার ২১ বছর আগের একটি গান, তাঁর নির্দেশনাতেই আমি একটু ওয়েস্টার্ন অ্যাপ্রোচে করেছি, যা সুর-কথা ও কম্পোজিশনে গানটি অসামান্য হয়ে উঠেছে।'

গানটির ভিডিও চিত্র নির্মাণ করেছেন জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু। তাঁর মতে, এই মিউজিক ভিডিওটি হতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম ব্যয়বহুল মিউজিক ভিডিও। মালদ্বীপের হিমাফুশি আইল্যান্ড ও হুমহুমালে আইল্যান্ডে শুটিং হয়েছে গানটির। ব্যয়বহুল ‘ইয়ট’ ব্যবহার করা হয়েছে গানটির শুটিংয়ে।

গানের মডেল হয়েছেন বাংলাদেশি আন্তর্জাতিক মডেল আসিফ আজিম ও শারলিনা হোসাইন। এই গানটির মধ্য দিয়ে ১৬ বছর পর দেশের কোনো কাজে যুক্ত হলেন বাংলাদেশের ছেলে মুম্বাইয়ের সুপার মডেল আসিফ আজিম। শুধু তা-ই নয়, এর মধ্য দিয়ে তিনি প্রথমবারের মতো মিউজিক ভিডিওর মডেল হিসেবে যাত্রা শুরু করলেন। তাঁর মতে, এ গানের মধ্য দিয়ে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে তাঁর নতুন জন্ম হলো।

আসিফ আজিম বলেন, 'বলিউডে বিপাশা বসুর সঙ্গে মিউজিক ভিডিওর অফার করা হলেও প্রজেক্টটি পছন্দ না হওয়ায় তাতে আমি রাজি হইনি। মালদ্বীপে যখন এমন আয়োজনে গানটিতে কাজ করছিলাম, বারবার দেশের কথা মনে হচ্ছিল। দেশের ইন্ডাস্ট্রির জন্য এমন একটা কাজ হচ্ছে, তা ভাবতেই ভালো লাগছিল।'

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ভোগ’ ম্যাগাজিনের ইতালি, জার্মান ও অস্ট্রেলিয়া সংস্করণের প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন। বার্সেলোনা ফ্যাশন উইক এবং সিডনি ফ্যাশন উইকেও অংশ নিয়েছেন। এ ছাড়া ভারতের বিখ্যাত ডিজাইনারদের হয়েও র‌্যাম্পে হেঁটেছেন। ২০১৩ সালে রিয়ালিটি শো বিগবসের সেরা সাতে ছিলেন তিনি। বলিউডে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর দুটি চলচ্চিত্র।