• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি থেকে ভ্যাটের রিটার্ন ফর্ম হবে বাংলায়: এনবিআর

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০  

পণ্য আমদানি, পরিবহনসহ ব্যবসার বিভিন্ন পর্যায়ে অগ্রিম ভ্যাট দিয়ে থাকেন ব্যবসায়ীরা। তবে নানামুখী জটিলতায় বেশিরভাগই ভ্যাটের রিটার্ন দাখিল করেন না। তাই রিটার্ন দিতে উৎসাহিত করতে আগামী ফেব্রুয়ারি থেকে ভ্যাটের রিটার্ন ফর্মটি বাংলায় করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।

ভ্যাট আইন অনুসারে নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রতিমাসে অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধ্যকতা থাকলেও রিটার্ন দেয় না সিংহভাগ। হিসাব ও নিরীক্ষা নির্ভর হওয়ায় ভ্যাটের রিটার্ন দাখিলে ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ভীতি রয়েছে। অন্যদিকে ইংরেজী ভাষায় করা জটিল রিটার্ন ফর্ম বোধগম্য নয় অনেকের কাছে। এই প্রেক্ষাপটে ভাষার মাস ফেব্রুয়ারিতে ভ্যাটের রিটার্ন ফর্মটি বাংলায় চালু করতে যাচ্ছে এনবিআর। সেই সঙ্গে থেকে ঘরে বসেই এখন থেকে শুধু ব্যাংক হিসাব নয় ডেবিট ও ক্রেডিট কার্ডের পাশাপাশি মোবাইলে বিভিন্ন আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের মাধ্যমেও শিগগিগরই ভ্যাট পরিশোধের সুযোগ পাবেন ভ্যাট দাতারা।

এ প্রসঙ্গে ভ্যাট অনলাইনের প্রকল্প পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান বলেন, অনেকেই মনে করেন যে, তারা ভ্যাট রিটার্নের ফরমের ইংরেজি ভাষা বুঝছেন না। বাংলায় করার জন্য ইতোমধ্যে ভেন্ডরকে বলে দিয়েছি। ফেব্রুয়ারির মধ্যেই এটা অনলাইনে চলে আসবে।    

বর্তমানে ছয়টি ব্যাংকের হিসাব থেকে অনলাইনে ভ্যাট পরিশোধ করা যায়। ডেবিট ও ক্রেডিট কার্ডের পাশাপাশি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে করদাতাদের ভ্যাট পরিশোধের সেবা দিতে সোনালী ব্যাংকের সঙ্গে চুক্তি করছে এনবিআর।

সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক জাকির হোসেন জানান, ঘরে বসে ভ্যাট দিতে বিকাশে অ্যাকাউন্ট থাকতে হবে, ইউক্যাশে অ্যাকাউন্ট থাকতে হবে। সেই অপশনগুলোর মধ্যে যেটা ভ্যাটদাতার জন্য প্রযোজ্য হবে সেই নম্বরটা চাপলেই তো টাকা ডেবিট করতে পারবে।   

এতে ভোগান্তি কমার পাশাপাশি বাঁচবে সময়। তবে ভ্যাট নিবন্ধন ও অনলাইনে রিটার্ন দাখিলের প্রক্রিয়া সহজ করার দাবি ভ্যাট দাতাদের।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের প্রধান ভ্যাট কর্মকর্তা আব্দুস সবুর খান বলেন, ভ্যাটের যে পেমেন্ট সিসটেমটা আমি মনে বিকাশ, নগদ এদের কাছে নিয়ে যাচ্ছে। ডোর টু ডোর যাচ্ছে এটা ভালো। সহজভাবে আমরা যদি রাজস্ব দিতে পারি, সময় অপচয় না করে সেক্ষেত্রে আমরা একে স্বাগত জানাই।  

বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইমপোটার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি আমির হোসেন নূরানি বলেন, রেজিস্ট্রেশন কঠিন করাতে কেউ কিন্তু রেজিস্ট্রেশন করছে না। ভ্যাট ঠিকই দিচ্ছে, কিন্তু সরকারি কোষাগারে ওই টাকাটা জমা হচ্ছে না। আগে রিটার্ন ফর্মে ২৮টা কলাম ছিল এখন প্রায় ৭০টা হয়েছে। যারা ছোট ব্যবসায়ী আছে তাদের জন্য এই ৭০টা কলাম পূরণ করা দুরহ কাজ।  

দুই লক্ষাধিক ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্যে রিটার্ন দাখিল করছে প্রায় এক লাখ প্রতিষ্ঠান। এর মধ্যে অনলাইনে ৭০ হাজার ।