• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

মেগা সিটি হবে আশুগঞ্জ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৬ মার্চ ২০২১  

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের অধীনে ১৮০০ মেগাওয়াটের আরো  নতুন তিনটি বিদ্যুৎ উৎপাদনের ইউনিট স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এরইমধ্যে নতুন তিনটি ইউনিট স্থাপনের জন্য দরপত্রের মাধ্যমে প্রকল্প এলাকায় মাটি ভরাটের কাজ শুরু হয়েছে।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নিজস্ব ৮টি ইউনিট থেকে দৈনিক ১৬৯০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। দেশের মোট চাহিদার প্রায় ১৫ শতাংশ বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। তিনটি ইউনিট উৎপাদনে আসলে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে  মোট চাহিদার প্রায় ১৫ শতাংশ বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা সম্ভব হবে। 

এরইমধ্যে কোম্পানীর বি-টাইপ আবাসিক এলাকায় কোম্পানী অধিগ্রহণ করা অব্যবহৃত জমিতে মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। মাটি ভরাট করে জায়গা কনসালটেন্টদের কাছে বুঝিয়ে দেয়া হবে। তারপর কনসালটেন্টরা জায়গার সমীক্ষা ও নিরীক্ষা করে এক বছরের মধ্যে প্রতিবেদন দিবে। তারপর আন্তর্জাতিক টেন্ডার প্রক্রিয়া শেষে শুরু মূল প্লান্ট নির্মাণের কাজ। 

আশুগঞ্জ পাওয়ার স্টেশনে নিজস্ব ৮টি ইউনিট ছাড়াও নতুন ৪’শত মেঘাওয়াট সিসি পিপি ইস্ট নামে আরও একটি ইউনিট নির্মিত হচ্ছে। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় আশুগঞ্জে আরও ৪টি বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হচ্ছে। ফলে বিদ্যুৎ উৎপাদনের মেঘা সিটিতে পরিণত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম জানান, দ্রুত মাটি ভরাট হওয়ার পর কনসালটেন্টদের কাছে এই জায়গা বর্ষা মৌসুম আসার আগেই বুঝিয়ে দেয়া হবে।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড এর নির্বাহী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী ক্ষিতীশ চন্দ্র বিশ্বাস, তিনটি পাওয়ার প্লান্ট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এরইমধ্যে কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে। যার ব্যয় হবে ৯ হাজার কোটি টাকা।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, প্রকৌশলী এএমএম সাজ্জাদুর রহমান জানান,  বিদ্যুৎ উৎপাদনের এই ৩টি ইউনিট নির্মিত হলে প্রতিদিন আরো ১৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। সবগুলো ইউনিট চালু হলে আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন থেকে দৈনিক ৩ হাজার ৯শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষম হবে। যা দিয়ে দেশের মোট চাহিদার প্রায় ১৫ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

গ্যাস ভিত্তিক এই তিনটি নতুন বিদ্যুৎ উৎপাদনের ইউনিট নির্মাণ করতে ব্যয় হবে ৯ হাজার কোটি টাকা। আর ইউনিটগুলো চালু হলে দেশের ১৫ শতাংশ বিদ্যুতের চাহিদা মেটাবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড।