• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

ভোলার গ্যাসে দক্ষিণের ভাগ্য ফেরাতে চায় সরকার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩  

গ্রিডের সঙ্গে যুক্ত না হলেও আশা দেখাচ্ছে ভোলার গ্যাস। এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা করছে সরকার। এ জন্য ভোলায় গ্যাসের উৎপাদন বাড়ানোর ওপরও জোর দেওয়া হচ্ছে। পাইপলাইন নির্মাণ করতে যে খরচ হবে তার তুলনায় কম গ্যাস পাওয়া গেলে প্রকল্পটি বাণিজ্যিকভাবে লাভজনক হবে না। তাই ভোলায় গ্যাসের উৎপাদন বাড়িয়ে অন্তত বরিশাল পর্যন্ত এই গ্যাস নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলে জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানান।

সম্প্রতি জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকার ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যোগ করতে ভোলা থেকে বরিশাল পর্যন্ত পাইপলাইন নির্মাণ করবে। এরপর বরিশাল থেকে খুলনা পর্যন্ত আরও একটি পাইপলাইন নির্মাণ করা হবে। মূলত এভাবেই ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে। ভোলার গ্যাস জাতীয় গ্রিডে এলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিপুল শিল্পায়নের সম্ভাবনা তৈরি হবে। খুলনা ও বরিশালে বন্ধ কারখানাগুলো ফের চালু করা যাবে। পদ্মা সেতুর জন্য যোগাযোগ সহজ হওয়ায় এই এলাকার প্রতি উদ্যোক্তাদের এমনিতেই নজর রয়েছে। এর সঙ্গে জ্বালানির সংস্থান হলে নতুন নতুন কারখানা নির্মাণে অনেকে আগ্রহী হবেন।

ভোলার ইলিশা ও শাহবাজপুরে দুটি খনিতে গ্যাস পেয়েছে বাপেক্স। এই দুই খনি থেকে এখন যে গ্যাস তোলা হচ্ছে তা দিয়ে ভোলায় বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তবে ভোলায় অব্যবহৃত অনেক গ্যাস রয়ে যাচ্ছে। পাইপলাইন থাকলে এখন অন্তত প্রতিদিন ৭০/৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস ভোলা থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতো।

পাইপলাইন না থাকায় সীমিত পরিসরে সিএনজি করে ভোলার গ্যাস ঢাকায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই প্রক্রিয়ায় দেশের একটি বেসরকারি কোম্পানি প্রতিদিন মাত্র পাঁচ মিলিয়ন ঘনফুট গ্যাস আনতে পারবে। তবে সিএনজি করে ট্রাকে গ্যাস আনতে যে অবকাঠামো নির্মাণ করতে হয় তা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় এই প্রক্রিয়াতে বেশি গ্যাস আনা সম্ভব না।

গত বছর ১৯ অক্টোবর ভোলায় তিন নম্বর কূপে গ্যাস পাওয়ার ঘোষণা দেয় জ্বালানি বিভাগ। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালে ভোলা নর্থে গ্যাস পাওয়ার ঘোষণা দেন। এরপর তিনটি কূপ খনন করলে তিনটিতেই গ্যাস পায় বাপেক্স। ১৯৯৬ সালে ভোলার শাহবাজপুরে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কার করা হয়।

তবে গ্রিড লাইন না থাকায় ভোলার গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হয়নি। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি (জিটিসিএল) ৩০ ইঞ্চি ব্যাসের একটি পাইপলাইন নির্মাণের প্রস্তাব দিয়েছে। ভোলার শাহবাজপুর গ্যাস ফিল্ড থেকে ভোলা নর্থ গ্যাস ফিল্ড হয়ে বরিশালের লাহারহাট পর্যন্ত পাইপলাইনটি আসবে। এই প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩০০ কোটি টাকা। তবে প্রকল্পটির বিস্তারিত সমীক্ষা করা হয়নি। সমীক্ষার পর এই ব্যয় আরও বাড়তে পারে বলে জানা গেছে।

জিটিসিএলের একজন কর্মকর্তা বলেন, ভোলা থেকে বরিশাল পর্যন্ত পাইপলাইনের বেশিরভাগই পানির মধ্যে দিয়ে নির্মাণ করতে হবে। ফলে এখানে জটিলতা বেশি। তবে ভূমি অধিগ্রহণে ব্যয় ও সময় কম হওয়ায় আবার কিছু সুবিধাও পাওয়া যাবে। আমরা সরকারের কাছে প্রকল্প জমা দিয়েছি। এখন পুরো বিষয়টি সরকারের ওপর নির্ভর করছে।

এদিকে সোমবার (১১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, ভোলায় যে গ্যাস পাওয়া গেছে সেটা স্থানীয়ভাবে সার কারখানা নির্মাণ করে ব্যবহার করা যায় কিনা তার সম্ভাব্যতা যাচাই করতে হবে। এগুলো ঢাকায় এনে সিলিন্ডারে করে ব্যবহার হচ্ছে এখন, যদিও তা সামান্য। তাই ওই এলাকায় এটার যথাযথ ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।