• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

দেশে প্রথম ডিজিটাল পদ্ধতিতে মামলার সাক্ষ্য উপস্থাপন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৯  

বাংলাদেশে এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে পাওয়ার পয়েন্টে প্রজেক্টরের মাধ্যমে নুসরাত হত্যা মামলার ঘটনা মঙ্গলবার দুপুরে আদালতে উপস্থাপন করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর শাহ আলম এটি উপস্থাপন করেন।আজ বুধবার তাকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।

সবশেষ সাক্ষী মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর শাহ আলমের সাক্ষ্যপ্রদান শেষে মামলায় জব্দ করা আলামত উপস্থাপনের পর পাওয়ার পয়েন্টে দুটি ভিডিও ও দুটি অডিও রের্কড প্রজেক্টরের মাধ্যমে আদালতে উপস্থাপন করা হয়। একটি ভিডিও হচ্ছে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে নুসরাতের ভাইয়ের সঙ্গে কথা বলার সময়কার। যেটিতে ঘাতকদের নুসরাত যতটুটু চিনতে পেরেছে তার পরিচয় রয়েছে, অপর ভিডিওটি হচ্ছে ঢাকা বার্ন ইউনিটে মৃত্যুর পূর্বে নুসরাতের জবানবন্দী (ডাইং ডিক্লারেশন)। একটি অডিও হচ্ছে নুসরাতকে আগুন দেয়ার পর আসামি সাহাদাত হোসেন শামিম ও তার বন্ধু জীবনের সঙ্গে মোবাইলে ঘটনা নিয়ে কথোপকথন এবং আরেকটি অডিও হচ্ছে আসামি সাহাদত হোসেনের সঙ্গে আসামি রুহুল আমিনের কথোপকথনের। ইন্সপেক্টর শাহ আলমের সাক্ষ্যপ্রদান শেষে আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। ঢাকা থেকে আসা আসামি পক্ষের আইনজীবী মোঃ ফারুখ আহম্মেদ জানান- জেরায় সাক্ষীকে অভিযোগপত্রের সাক্ষীর তালিকায় ৪নং যে সাক্ষীর নাম বাবার নাম লেখা হয়েছে তা ঠিক নয়, এ অভিযোগপত্রে অনেক অসঙ্গতি রয়েছে, যা জেরার মাধ্যমে আদালতে উপস্থাপন করা হবে।

বাদী পক্ষের আইনজীবী শাহজাহান সাজু বলেন, আদালত বলেছে যে, ভিডিও ও অডিও আদালতে উপস্থাপন করা হয়েছে তা যতবার প্রয়োজন ততবার আদালতে দেখানো ও শোনানো হবে। প্রয়োজনে তখন মোবাইলে ধারণ করা যাবে। কিন্তু এ সিডি বা ল্যাবটপে অন্যকোন ডিভাইস দিয়ে কপি করা যাবে না, কারণ কোন কারণে রেকর্ড ডিলেট বা ক্ষতি হতে পারে। সময় শেষ হয়ে যাওয়ায় আদালত বুধবার বেলা সাড়ে ১১টায় মুলতবি করেন বিচারক। বহুল আলোচিত ফেনীর সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে প্রায় শেষ পর্যায়ে এসেছে।

বিচার শুরুর ৩৯ কার্যদিবসে ৯১ সাক্ষীর সাক্ষ্যপ্রদান শেষে জেরা শুরু হয়েছে। মামলার অভিযোগপত্রে ৯২ সাক্ষীর নাম দিয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই। বহুল আলোচিত ফেনীর সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ধার্য তারিখ মঙ্গলবার সকালে ফেনী করাগার থেকে ১৬ আসামিকে আদালতে আনা হয়। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মামুনুর রশিদের আদালতে আসামিদের হাজির করা হয়।