• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের সাফল্যের প্রশংসা করলেন ইতালির রাষ্ট্রপতি

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৬ মার্চ ২০২১  

ইতালিতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে ইতালির রাষ্ট্রপতি সেরজিও মাত্তারেল্লার কাছে পরিচয়পত্র পেশ করেছেন নবনিযুক্ত রাষ্ট্রদূত শামীম আহসান। বৃহস্পতিবার (৪ র্মাচ) রোমে অবস্থতি রাষ্ট্রতির সরকারি বাসভবন ‘কুইরিনাল প্যালেসে’ আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতির কাছে শামীম আহসান তার পরিচয়পত্র পেশ করেন। পরিচয়পত্র গ্রহণের সময় ইতালির রাষ্ট্রদূত মাত্তারেল্লা বাংলাদেশের বিভিন্ন কাজে অসাধারণ সাফল্যরে প্রশংসা করেন।

রাষ্ট্রদূত মোটর শোভাযাত্রায় ‘বাংলাদেশ হাউজ’ থেকে কুইরিনাল প্যালেসে পৌঁছান এবং বিদায়ের সময় প্রেসিডেন্ট রেজিমিন্টের একটি চৌকসদল তাকে গার্ড অব অনার প্রদান করে।

পরিচয়পত্র পেশ করার পর অনুষ্ঠিত একান্ত বৈঠকে ইতালির রাষ্ট্রপতি বাংলাদশেরে নতুন রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং তার দায়িত্ব পালনের সময় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এসময় রাষ্ট্রদূত আহসান রাষ্ট্রপতিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। একইসঙ্গে বাংলাদশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা সম্পর্কে রাষ্ট্রদূত তাকে অবহিত করেন। রাষ্ট্রদূত বলেন, ‘উন্নয়নরে ক্ষেত্রে বিস্ময়কর সাফল্যের কারণে উন্নয়নশীল দেশগুলোর কাছে বাংলাদশ একটি রোল মডেল হিসেবে সারাবিশ্বে স্বীকৃত।’

বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অসাধারণ সাফল্যের বিষয়ে অবগত আছেন উল্লেখ করে রাষ্ট্রপতি মাত্তারেল্লা আগামী দিনগুলোতে দু’দশেরে সম্পর্ক আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। তিনি ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কঠোর পরিশ্রমী অবহিত করে ইতালির অর্থনীতিতে তাদের অবদানেরও প্রশংসা করেন। রাষ্ট্রদূত সম্প্রতি ‘ফ্লুসি ডিক্রিতে (সিজনাল কৃষি স্পন্সর) বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার জন্য ইতালি সরকারকে ধন্যবাদ জানান।

উল্লখ্যে, ‘ফ্লুসি ডিক্রির মাধ্যমে ইউরোপীয় ইউনয়িনরে সদস্য বহির্ভূত দেশগুলোর নাগরিকরা সিজনাল এবং নন-সিজনাল কাজের জন্য ইতালি আসার সুযোগ পেয়ে থাকেন। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে ইতালির গঠনমূলক অবস্থানের জন্য রাষ্ট্রদূতের ধন্যবাদ জ্ঞাপনের জবাবে ইতালরি রাষ্ট্রপতি প্রায় ১১ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসনিা ২০২০ সালে ফেব্রুয়ারিতে ইতালি সফরকালে ২০২২ সালে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি যৌথভাবে উদযাপনের যে সিদ্ধান্ত নেয়া হয় তাতে উভয়পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেন। দ্বিপক্ষীয় সম্পর্ক উত্তরোত্তর জোরদার ও ঘনিষ্ঠতর হচ্ছে উল্লেখ করে বাংলাদেশের রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রদূত আহসান ইতালির রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এসময় রাষ্ট্রদূতের সঙ্গে তার সহধর্মিণী পেন্ডেরা চৌধুরী, দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান, কাউন্সেলর (শ্রম কল্যাণ) মো. এরফানুল হকসহ ইতালি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শামীম আহসান ইতালির আগে নাইজেরিয়ায় বাংলাদশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, রোম, নাইরোবি, দোহা এবং কুয়েতে অবস্থতি বাংলাদেশ মিশন এবং পরাষ্ট্র মন্ত্রাণালয়ে বিভিন্ন পদে তিনি দায়িত্ব পালন করেছেন।