• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

হাঁসের বাচ্চার মাথায় শিং!

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২ জুন ২০২০  

রংপুরের পীরগাছায় একটি হাঁসের বাচ্চার মাথায় শিং গজানোর ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। উপজেলার কল্যাণী ইউপির বড়দরগা এলাকার আনিসুর রহমানের বাড়িতে অদ্ভূত ঘটনাটি ঘটে। এ খবর উপজেলায় ছড়িয়ে পড়লে হাঁসটির বাচ্চাকে এক নজর দেখতে দূরদূরান্ত থেকে ওই বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা। 

আনিসুর রহমান জানান, প্রায় এক মাস আট দিন আগে বাড়িতে ১৪ টি হাঁসের বাচ্চা ফোটানো হয়। বাচ্চাগুলো ভালোভাবেই বেড়ে উঠছিল। গত বৃহস্পতিবার একটি হাঁসের বাচ্চার মাথায় সমস্যা দেখতে পান আনিসুর। বাচ্চাটির মাথায় শক্ত কিছু একটা উঠতে দেখেন। এতে বড়দরগা বাজারের সবাইকে হাঁসের বাচ্চাটি দেখান তিনি।  

স্থানীয়রা জানান, হাঁসের মাথায় থাকা শক্ত অংশটি ধরে শিং মনে হয়েছে। শক্ত অংশটি অন্যান্য প্রাণীর শিং-এর সঙ্গে হুবহু মিল রয়েছে। বেড়ে যাওয়া শক্ত অংশ বাঁকানোও সম্ভব হচ্ছে না। অন্যান্য প্রাণীর শিং-এর মতোই মনে হচ্ছে। 

আনিসুর রহমান আরো জানান, ছোটবেলা থেকে হাঁস-মুরগি পালন করছেন তিনি। কখনো হাঁসের মাথায় শিং গজাতে দেখেননি। এটা তার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। হাঁসের বাচ্চাটি এখনো সম্পূর্ণ সুস্থ। প্রতিদিনই হাঁসের বাচ্চাটিকে এক নজর দেখতে তার বাড়িতে ভিড় করছে শতশত মানুষ। তাই হাঁসটির বাচ্চাকে আলাদা টুকরিতে রাখা হয়েছে। 

 

মাথায় শিং গজানো হাঁসের বাচ্চাকে টুকরিতে আলাদা করে রাখা হয়েছে

মাথায় শিং গজানো হাঁসের বাচ্চাকে টুকরিতে আলাদা করে রাখা হয়েছে

হাঁসের বাচ্চা দেখতে আসা নব্দীগঞ্জ বাজারের মোখলেছুর রহমান বলেন, হাঁসের মাথায় শিং আগে কখনো দেখিনি। হাঁসের মাথায় শিং গজানোর খবর পেয়ে সরাসরি দেখতে আসলাম। নিজের হাতে ধরে দেখেছি। এটি শিং-এর মতোই মনে হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর আলম বলেন, হাঁসের বাচ্চার মাথায় শিং গজানোর খবর ছড়ানোয় আনিসুরের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষেরা। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে হাঁসটিকে দেখতে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ফরহাদ নোমান শিমুল জানান, এটা জীনগত সমস্যা (কনজেনিটাল এনোমালিস)। শরীরে জীনগত সমস্যার কারণে শিং উঠতে পারে। শরীরের সব কিছুর জন্য কোনো না কোনো জীন দায়ী। হাঁসের বাচ্চাটির ক্ষেত্রেও তাই হয়েছে।