• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী

ভার্চুয়াল গ্যালারিতে ঘরে বসেই দেখুন জাতীয় জাদুঘর

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এক প্রকার ‘লকডাউন’ অবস্থায় দেশবাসী। এখন প্রায় সবাই ঘরবন্দি। তবে ঘরে বসে এসময়টা কাজে লাগানো যেতে পারে নিজের দেশ ও দেশের সম্পদ সম্পর্কে ভালোভাবে জেনে। তাই এ সুযোগটা কাজে লাগিয়ে ঘুরে আসতে পারেন জাতীয় জাদুঘর থেকে।

কি ভাবছেন? ঘরবন্দি অবস্থায় জাদুঘরে যাবেন কিভাবে! জাতীয় জাদুঘরে রাখা প্রত্নসম্পদ দেখতে এখন আর রাজধানীর শাহবাগে ছুটে যেতে হবে না। ঢাকার দূর প্রান্ত থেকে যানজট ঠেলে যেমন আসতে হবে না, তেমনি প্রত্যন্ত গ্রাম থেকেও আর ঢাকা আসতে হবে না এ জাদুঘরে। বরং জাতীয় জাদুঘরই এখন চলে গেছে আপনার কাছে। শুধু একটু চোখ খুলে দেখে নিন।

জাতীয় জাদুঘর এখন ইন্টারনেট দুনিয়ায়। বিশ্বের যেকোনো স্থান ও প্রান্ত থেকে জাতীয় জাদুঘরের ভার্চুয়াল গ্যালারি দেখা যাবে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে। ক্লিক করার পরই চোখের সামনে একে একে ভেসে উঠবে জাদুঘরের গ্যালারিগুলো। ভেতরে প্রবেশ করে ৩৬০ ডিগ্রি কোণে অবলোকন করা যাবে জাদুঘরের অন্তর্গত প্রত্নসম্পদ ও আনুষঙ্গিক নিদর্শনাগুলো।

পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, সহজেই দেখতে পাবেন জাদুঘরের সব সামগ্রী। লাগবে না কোনো টিকিটও, দরকার হবে না ঢোকার পথে লাইনে দাঁড়ানো। শুধু প্রয়োজন ইন্টারনেট সংযোগসহ একটি কম্পিউটার, ল্যাপটপ কিংবা মোবাইল ফোন।

জাদুঘর কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল প্রযুক্তির সাহায্যে তুলে ধরা হয়েছে জাদুঘরের নানা সামগ্রী। আর তা দেখতে ইন্টারনেটে ভ্রমণ করতে হবে www.bangladeshmuseum.gov.bd এ ঠিকানায়। ওয়েব ঠিকানায় গিয়ে ‘ভার্চুয়াল’ বাটনে ক্লিক করা মাত্রই ভেসে উঠবে জাদুঘরের সামনের চত্বর। এছাড়া সরাসরি প্রবেশের জন্য http://vt.bnm.org.bd/ ঠিকানাটি প্রযোজ্য। এরপর তীর বা অ্যারো চিহ্নে ক্লিক করতেই শুরু হবে গ্যালারি ভ্রমণ। জাদুঘরের গ্যালারিগুলো অবিকল দেখতে পারবে দর্শনার্থী।

নির্দিষ্ট ওয়েব ঠিকানায় গিয়ে দেখা গেছে, ভিজিট বাটনে ক্লিক করায় জাদুঘরের সামনের অংশ ভেসে ওঠে। এরপর তীর বা অ্যারো চিহ্নে ক্লিক করলেই নিয়ে যাওয়া হয় জাদুঘরের ভেতরে। আবহসংগীত বা ব্যাকগ্রাউন্ড মিউজিকে বাজতে থাকে সুরেলা যন্ত্রসংগীত। পরের তীর চিহ্নে ক্লিক করলে সিঁড়ি দিয়ে নিয়ে যাওয়া হয় গ্যালারিতে। সেখানে রাখা সামগ্রীর ওপর ক্লিক করে আবার সুনির্দিষ্টভাবে কাছ থেকে দেখা যায় নিদর্শনটি। এভাবে একে একে বিভিন্ন গ্যালারি ঘুরে দেখার সুযোগ আছে। বাস্তবের মতোই অনলাইনে গ্যালারি ও নিদর্শনগুলো ঘুরে ঘুরে দেখা যায় এই মাধ্যমে।

ভার্চুয়াল গ্যালারি সম্পর্কে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ জানান, ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে জাদুঘরে আসতে পারে না। তাদের জন্য সত্যিই এটি অপূর্ব সুযোগ। ঘরে বসেই ক্লিক করে দেখার সুযোগ পাচ্ছে জাদুঘরের অমূল্য সম্পদ ও নিদর্শনগুলো। এতে ছাত্র-ছাত্রীরাও উপকৃত হবে। স্কুল-কলেজে শিক্ষকরা কম্পিউটারের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের সুযোগ পাবেন। পাশাপাশি দেশ-বিদেশের গবেষকরাও সহজেই পেয়ে যাবেন জাদুঘরের তথ্য ও নিদর্শন।

কর্তৃপক্ষ জানায়, বর্তমানে গুরুত্বপূর্ণ প্রায় সাড়ে তিন হাজার নিদর্শন অনলাইনে দেখা যাবে। পর্যায়ক্রমে বাকি নিদর্শনও দেখার সুযোগ মিলবে। এর মাধ্যমে জাতীয় জাদুঘরকে দেশের জনগণ ও বিশ্ববাসীর দোরগোড়ায় অত্যন্ত স্বল্প সময়ে পৌঁছে দেওয়া সম্ভব হবে।