• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বাড়ি গিয়ে শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা জানালেন বরিশালের ডিসি

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯  

স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য জাতির শ্রেষ্ঠ সন্তানদের বাড়ি বাড়ি গিয়ে সম্মাননা জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। 

বুধবার (১১ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত প্রতি বছরের মতো বরিশাল জেলা প্রশাসন কর্তৃক মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, মিষ্টি, পোশাক এবং কম্বল দেওয়া হয়। 

বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ছাড়াও এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা উর্মি ভৌমিক, বরিশাল সদরের সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল, আসমা জাহান সরকার, মনিরা খাতুন, সুব্রত বিশ্বাস দাস, হেলাল উদ্দিন খান প্রমুখ।

উপস্থিত ছিলেন- বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোখলেছুর রহমান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এ এম জি কবির ভুলু, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, শাহজাহান হাওলাদার, কাওছার আহমেদ, আমির আলী, মুক্তিযোদ্ধা সন্তান মাসুম প্রমুখ।

জানা গেছে, বরিশালে কয়েক বছর ধরে জেলা প্রশাসনের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের প্রাক্কালে দশজন করে ২০ জন মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে সম্মাননা জানানো হয়। 

এরই ধারাবাহিকতায় এবারেও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ জন মুক্তিযোদ্ধার বাড়ি বাড়ি গিয়ে এ সম্মাননা জানানো হয়। 

এবার যে ১০ জন মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হলো তাদের মধ্যে ৬ জন বরিশাল মহানগরের ও ৪ জন বরিশাল সদর উপজেলার বাসিন্দা।

এরা হলেন, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হক চৌধুরী খোকা, মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাশার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এ এম জি কবির ভুলু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রেজায়ে রহিম ফেরদৌস, মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম নান্নু, শহীদ মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম ছালাম ফকির, মুক্তিযোদ্ধা ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত এমএ মালেক, মুক্তিযোদ্ধা মো. হাফিজুর রহমান (বিজিবি), মুক্তিযোদ্ধা মৃত হারুন অর রশীদ, মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দীন ফকির। 

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম জি কবির ভুলু বলেন, স্বাধীনতার ৪৮ বছর পরে এই প্রথম রাষ্ট্রের পক্ষ থেকে একজন কর্মকর্তা আমাদের দুয়ারে এসেছেন এটাই পরম পাওয়া।