• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী

বরিশালে তিনটি ওয়ার্ড মিলিয়ে হবে একটি সাশ্রয় বাজার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৪  

পারিবারিক সাশ্রয় বাজারে গরুর মাংস ৬৫০ টাকায় কিনতে পেরে খুশি ক্রেতারা। শুধু ১৬ নম্বর ওয়ার্ডই নয় আশেপাশের ওয়ার্ড থেকেও ব্রাউন কম্পাউন্ড এলাকায় কাউন্সিলর সাহিন সিকদার এর গড়ে তোলা পারিবারিক সাশ্রয় বাজারে ভিড় করছে মানুষ। আর এই ভিড় ও বাজারের চাহিদা অনুভব করে বরিশাল সিটি করপোরেশনের দুই-তিনটি ওয়ার্ড মিলিয়ে একটি করে সাশ্রয় বাজার গড়ে তোলার নির্দেশ দিয়েছেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।

শনিবার দুপুরে ব্রাউন কম্পাউন্ডের দারুল মোকাররম জামে মসজিদে নামাজ আদায় শেষে উপস্থিত মুসল্লীদের সামনে তিনি এই ঘোষণা দেন এবং বলেন, সাশ্রয় বাজার মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি পরিকল্পনা যা তিনি আমাদের সাথে শেয়ার করেছিলেন। প্রধানমন্ত্রী বাজার সিন্ডিকেট ভাঙতে এরকম কিছু করা যায় কিনা এমন সিদ্ধান্ত জানালে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক ঢাকায় তার আসনে সাশ্রয় বাজার শুরু করেন। যা দেখে উদ্বুদ্ধ হয়ে বরিশালে প্রাথমিকভাবে ১৬ নং ওয়ার্ডে এই পারিবারিক সাশ্রয় বাজার করা হয়েছে। এটির সফলতা বলছে বরিশালে এটি খুবই প্রয়োজন।

প্রতিমন্ত্রী বলেন, স্থায়ীভাবে এই বাজার চালু রাখা সম্ভব না হলেও বাজার সিন্ডিকেট যারা করছে তাদের একটা শিক্ষাতো দেয়া হবে। এই সাশ্রয় বাজারে একজন মানুষ যদি বাইরের থেকে প্রতিটি পণ্যে দু-তিন টাকাও সাশ্রয় করতে পারেন এই লক্ষ্যে আমরা প্রথমে নগরীর ৩০ ওয়ার্ডে ১০টি ও পরবর্তীতে ইউনিয়ন পর্যায়ে এই সাশ্রয় বাজার গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি। এর আগে ব্রাউন কম্পাউন্ড মসজিদের মুসল্লী ও সাবেক কাউন্সিলর সাইফুল আহসান বুলবুল জাহিদ ফারুক এর গোপন দানের বেশকিছু ঘটনা তুলে ধরেন। আর ১৬ নং ওয়ার্ড এর কাউন্সিলর সাহিন সিকদার এর কথায় স্পষ্ট হলো এতদিন ধরে গোপনে এই বাজারের সবকিছু তদারকি করছিলেন জাহিদ ফারুক নিজেই এবং তারই সার্বিক সহযোগিতায় বাজার কার্যক্রম রমজানের পরেও চলবে বলে জানা গেছে।

এসময় ব্রাউন কম্পাউন্ড দারুল মোকাররম জামে মসজিদের জরুরী নির্মাণ কাজে সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। তিনি বলেন, ব্রাউন কম্পাউন্ড এলাকায় পত্রিকার অফিস হওয়ার কারণে এই মসজিদের সাথে আজকের পরিবর্তন পত্রিকার প্রত্যেক সদস্যের হৃদয়ের সম্পর্ক রয়েছে। এই মসজিদটি বহুতল ভবনে পরিণত করতে উপস্থিত সকলের সহযোগিতা চান এ সাংবাদিক নেতা।

এর আগে নদী তীরবর্তী এলাকায় প্রতিমন্ত্রীর জয়ধ্বনির প্রশংসা তুলে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ। উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা এ্যাডঃ আনিস উদ্দীন শহিদ, আইনজীবী কেবিএস আহমেদ কবীর, লস্কর নুরুল হক, বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, যুগ্ম আহবায়ক ও বরিশাল সিটি কর্পোরেশন এর ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর সাহিন শিকদার, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর, হুমায়ুন কবীর, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জামাল হোসেন,বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃজসিম উদ্দিন, বরিশাল বিএম কলেজ ছাত্রলীগ এর সাবেক ভিপি মোঃ মঈন তুষার, বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ সহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে পারিবারিক সাশ্রয় বাজার ঘুরে দেখেন জাহিদ ফারুক শামীম এমপি। তিনি এই বাজারের ভুয়শী প্রশংসা করেন। পারিবারিক সাশ্রয় বাজারে মাছ, মাংস, শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসপত্র পাওয়া যাচ্ছে।