• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী

বরিশালে কমলো সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৪  

বরিশালে ১০ দিন আগের চেয়ে অর্ধেকে নেমেছে বেগুন-শসাসহ বেশকিছু সবজির দাম। কমেছে পিয়াজ এবং ডিমের দামও। গতকাল শুক্রবার ছুটির দিনে বেশিরভাগ খুচরা দোকানে বিক্রি হচ্ছে আগের চেয়ে অর্ধেক দরে। শুক্রবার সকালে বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে বেগুন বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। এদিকে, যোগান বেড়েছে শসার। কেজিতে এখন গুণতে হবে ৩০ থেকে ৪০ টাকা।খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, বাজার গুলোতে কমে গেছে সব ধরনের সবজির মূল্য।

গত এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কেজিপ্রতি সবজির মূল্য কমেছে ১০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত। বাজার মূল্য সহনীয় পর্যায়ে থাকায় স্বস্তি প্রকাশ করেছে ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন, সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়াতে মূল্য কমেছে। খুচরা ব্যবসায়ীরা জানান, শুক্রবার রেখার দাম কমে কেজিপ্রতি ১৫ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন ২০-২৫ টাকায়, একইভাবে টমেটো বিক্রি হচ্ছে ৩০ টাকা, মিষ্টি কুমড়ো ২০ টাকা কেজি, ফুলকপি ২০-২৫ টাকা, বাঁধাকপি প্রতিপিস ১০-১২ টাকা, ধুন্দুল ২০ টাকা কেজি, করলা ৩৫ টাকা, শসা বিক্রি হচ্ছে ৩০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দামও, এটি এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে ২১০ টাকা দরে। যা কিছুদিন আগেও ২২০ টাকা ছিল।

এছাড়া গতকাল মানভেদে দেশি পেঁয়াজ ৬০-৮০ টাকা, লাল ও সাদা আলু তিন কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ক্ষেত্রে গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম আবারও কমেছে ১০-২০ টাকা। পেঁয়াজের নিম্নমুখী দাম নিয়ে বিক্রেতারা বলেন, পেঁয়াজের দাম আরও কমে যাওয়ার সম্ভাবনা আছে।

এদিকে ডিমের হালি ২ টাকা কমে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া সোনালী মুরগির দাম প্রতি কেজি এখন ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।একইভাবে কক মুরগিও প্রতি কেজি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।পাইকারি বাজারে সবজির মূল্য কমে যাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বেশ কয়েকজন ক্রেতা জানান, রোজার প্রথম দিকেও সবজির মূল্য চড়া ছিল।

কিন্তু গত কয়েকদিন ধরে আবহাওয়া খারাপ থাকায় মাঠের সবজি পচনের আশংকায় তা বাজারজাত করছে কৃষকরা। ফলে সবজির আমদানি বৃদ্ধি পাওয়াতে মূল্য কমে গিয়েছে। তাই সবজির মূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং এর উপরে জোর দিয়েছেন ক্রেতারা।