• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী

বরিশালে আয়োজিত হচ্ছে চমকপ্রদ `পিঠা মেলা ও প্রতিযোগিতা`

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৯  

লবী রহমানস কুকিং ফাউন্ডেশন থেকে বর্নাঢ্যভাবে আয়োজিত হতে যাচ্ছে চমকপ্রদ “পিঠা মেলা ও প্রতিযোগিতা”।

এবারই প্রথম Whirlpool এর সহযোগিতায় সমগ্র বাংলাদেশে (ঢাকা ,ময়মনসিংহ ,চট্টগ্রাম ,সিলেট ,বরিশাল ,যশোর,রংপুর ,রাজশাহী  এবং খুলনা) আঞ্চলিক ভাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

আগামী ২৩ শে জানুয়ারী বরিশালের আঞ্চলিক প্রতিযোগিতা পর্বটি অনুষ্ঠিত হবে l দেশ সেরা ৩ জন বিজয়ী পাবেন আকর্ষণীয় পুরস্কার।
প্রতিযোগিতার প্রতিটি অঞ্চলের ৪ জন বিজয়ী আগামী ২ ফেব্রুয়ারী ঢাকায় অনুষ্ঠিতত চূড়ান্ত প্রতিযােগিতায় অংশ নেবেন। অঞ্চল ভিত্তিক বিজয়ীরা পুরস্কৃত হবেন এবং জাতীয় পর্যায়ে তিন জন বিজয়ী পাবেন প্রথম পুরস্কার ৫০ হাজার, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার ও তৃতীয় পুঙ্কার ২০ হাজার টাকা নগদ ছাড়াও সনদ।

বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ লবী রহমান, কল্পনা রহমান, জেবুন্নেসা বেগম, দিল আফরোজ সাঈদা, নাসরিন হোসাইন, নাহিদ সুলতানা, আফরােজা খানম মুক্তা, রওশন আরা বেগম প্রমূখ  প্রতিযোগিতার বিচারক হিসাবে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে দায়িত্ব পালন করবেন।

পিঠা উৎসবের সময় ও নিয়মাবলীঃ

ক) সকাল ০৯.৩০ মিনিট থেকে নির্ধারিত ভেন্যুতে বিচারকগণ উপস্থিত থাকবেন এবং প্রতিযােগিতার জন্য পিঠা গ্রহণ শুরু করবেন।
খ) সকাল ১১.৩০ মিনিট পর্যন্ত প্রতিযােগিতার জন্য পিঠা  গ্রহণ করা হবে।
গ) প্রতিযােগিরা ২০০ টাকা নগদ পরিশােধ সাপেক্ষে এন্ট্রি পাস সংগ্রহ করে সর্বোচ্চ দুই ধরনের পিঠা প্রতিযোগিতার জন্য জমা দেয়া যাবে।।
ঘ) দুইয়ের অধিক পিঠা জমার জন্য ২০০ টাকার অতিরিক্ত ফি পরিশোধ পূর্বক এন্ট্রি পাস পুনরায় সংগ্রহ করতে হবে কিন্তু প্রতিযােগিতার জন্য দুটির বেশি পিঠা গ্রহণযোগ্য হবেনা।
ঙ) এন্ট্রি পাস সংগ্রহ করার পর পিঠা জমা দিয়ে এবং প্রতিযোগির নাম লেখার টেবিল টপারের নাম ও প্রয়োজনীয় তথ্য লিখে  পিঠা এবং টেবিল টপারের নাম  একসাথে টেবিলে রাখতে হবে হবে।
চ) পিঠা গ্রহণ শেষ হলে বিজয়ীদের ফলাফল ঘােষণা করা হবে এবং প্রত্যেক অঞ্চল থেকে চারজন বিজয়ী ইয়েস কার্ড প্রাপ্ত হবেন এবং এই ইয়েস কার্ড সহ  বিজয়ীরা ২রা ফেব্রুয়ারী ঢাকায় অনুষ্ঠিত গ্রান্ড ফাইনাল প্রগ্রামে অংশগ্রহণ করবেন । গ্রান্ড ফাইনালের ভেন্যু  RAOWA কনভেনশন হল, ঢাকা।
ছ) অঞ্চল ভিত্তিক  বিজয়ী প্রত্যেক প্রতিযোগির পিঠা এবং রেসিপি নিয়ে একটি বই প্রকাশ করা হবে এবং সেখানে প্রতিযাের ছবিসহ পিঠা এবং রেসিপি  ছাপা হবে।

 

তাই দেরি না করে আজই আপনার নামটি এন্ট্রি করে ফেলুন l আর আপনার তৈরি সেরা  ২ টি পিঠা  নিয়ে, পরিপাটি হয়ে হাজির হয়ে যান নির্ধারিত ভেন্যুতে l

যে কোন আপডেট পেতে চোখ রাখুন আমাদের পেইজে ।

যোগাযোগ ঃ 01711-244193