• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি

২০২৩ বিশ্বকাপে ম্যাচ আয়োজনের দিকে নজর বিসিবির

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯  

 


২০২৩ বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক ভারত। আইসিসির সূচিতে এখন পর্যন্ত এভাবেই ঠিক করা আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চেষ্টা করছে বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ার জন্য। 
মঙ্গলবার (১৫ অক্টোবর) আইসিসি সভা শেষে দুবাই থেকে দেশে ফিরে বিসিবির সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। 
পাপন বলেন, ‘চেষ্টা চালাচ্ছি, বিশ্বকাপের সহ-আয়োজক হতে। আমাদের নতুন স্টেডিয়ামটি (পূর্বাচলে) যদি করতে পারি, তবে এখানে কিছু ম্যাচ নিয়ে আসার বিষয়টি বলতে আমাদের আরও সহজ হবে। সম্ভাবনা রয়েছে, একেবারে যে নেই, তাও না। এটা নিয়ে অবশ্য ওদের (ভারতের) কারও সঙ্গে আমাদের কথা হয়নি। তবে আমরা চেষ্টা করছি।’ 
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট নিয়ে বেশ কয়েকদিন ধরেই বেশ আলোচনা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হবে এবারের বিপিএল। তবে বিপিএল সময় মত হবে কিনা সেটা নিয়ে বেশ জটিলতা তৈরি হয়। 
গত সপ্তাহে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেছিলেন, বিপিএল সময় মত হচ্ছে। পরে বোর্ড কার্যালয়ে বিপিএল নিয়ে সভা শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বলেছিলেন, নির্ধারিত সময় বিপিএল হচ্ছে না ৭-১০ দিন পিছিয়ে যেতে পারে। 

এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন পরিষ্কার জানিয়ে দিলেন নির্ধারিত সময়েই মাঠে গড়াচ্ছে বিপিএল। 
বোর্ড সভাপতি বলেন, ‘মোটামুটি সব কিছুই ঠিক করা আছে। আমি প্রথম দিন যেটি বলেছি সেটাই, আর কোনো পরিবর্তন নেই। এবার তিন স্পন্সর থাকবে, আমরা নিজেরা চালাবো, যা যা বলেছিলাম সবই ঠিক আছে। দল যে ঠিক করবো এখানে লেগ স্পিনার একজনকে চাচ্ছি রাখতে। স্থানীয় খেলোয়াড়রা যে পজিশনে খেলবে, এগুলো তো প্রথম দিনই সব বলে দিয়েছি। এর মধ্যে কোনো পরিবর্তন আসেনি। আর আমি কোনো কারণ দেখি না বিপিএল শিফট হওয়ার। এখন পর্যন্ত শিফট হওয়ার কোনো কারণ আছে বলে আমার জানা নেই।’